English    ফটো গ্যালারি    ভিডিও গ্যালারি
অসুস্থ হয়েও শুটিংয়ে মাহি
Published : Thursday, 11 May, 2017 at 5:54 PM, Update: 17.05.2017 5:17:35 PM, Count : 1176
অসুস্থ হয়েও শুটিংয়ে মাহিনিজস্ব প্রতিবেদক : সিঁড়ি থেকে পড়ে হাতে ব্যথা পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর বাসায় এ ঘটনা ঘটে। তবে এরপরও আজ বৃহস্পতিবার কক্সবাজারে গিয়ে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত চলচ্চিত্র ‘জান্নাত’-এর গানের শুটিং করছেন তিনি। ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন সাইমন সাদিক।

মাহি বলেন, ‘আমি গতকাল বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। প্রচণ্ড ব্যথা নিয়ে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাই। এক্স-রে করে দেখা যায়, আমার ডান হাতের দুটি আঙুলের জোড়া ছুটে গেছে। ডাক্তার আমার হাত ব্যান্ডেজ করাতে বলেছেন। কিন্তু কাজের জন্য করাতে পারছি না। কারণ, ব্যান্ডেজ এক মাসের জন্য করাতে হবে। তবে এটা তো সম্ভব নয়। বিভিন্ন পরিচালকের কাছে আমার শিডিউল দেওয়া আছে। এখন যদি ব্যান্ডেজ করে বসে থাকি, তা হলে অনেক ছবির শুটিংই বন্ধ থাকবে।’

অসুস্থ অবস্থায় শুটিং কীভাবে করছেন—এ বিষয়ে মাহি বলেন, “আমি গতকাল ব্যথা পেয়েছি। তবে এর আগেই আমাদের ‘জান্নাত’ ছবির শুটিং ইউনিট কক্সবাজারে চলে এসেছে। এখন আমি যদি শুটিংয়ে না আসি, তা হলে সম্পূর্ণ ইউনিটকে ফেরত যেতে হবে। এতে অনেক বড় তির মুখোমুখি হবেন ছবির প্রযোজক। এটা আমি একজন শিল্পী হিসেবে কিছুতেই করতে পারব না।”

কত দিন শুটিং হবে—জানতে চাইলে মাহি বলেন, ‘আজ থেকে আমরা শুটিং শুরু করছি। আগামীকাল ও পরশু শুটিং করার কথা রয়েছে। তারপর ঢাকায় গিয়ে ১০ দিনের জন্য ব্যান্ডজ করাব। এর বেশি সময় নিলে শিডিউল জটিলতায় পড়তে হবে। আমি একজন শিল্পী হিসেবে পরিচালককে ভোগাতে চাই না। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন।’

ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন সাইমন। তিনি নবনির্বাচিত শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। কাল বিকেল ৫টায় এফডিসিতে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ বিষয়ে সাইমন বলেন, ‘এখানে আমরা একটা রোমান্টিক গানের শুটিং করব। আমি আজ শুটিং করছি, আগামীকাল ফাইটে ঢাকায় এসে শপথ নিয়ে আবার কক্সবাজার ফিরে আসব। আগামীকাল শুটিংয়ে ঝামেলা হবে না। কারণ, তখন মাহির একক কিছু শুটিং করা হবে। পরের দিন আমি আবারও শুটিংয়ে অংশ নেব।’


Join With Us
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত