শিরোনাম |
অবশেষে টাইগারদের কোচ হলেন মোহাম্মদ সালাউদ্দিন
খেলা ডেস্ক:
|
দেশের ঘরোয়া ক্রিকেটে বেশ সুনামের সঙ্গে কোচিং করিয়ে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের গুরু ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল এই কোচকে জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে অনেক আলোচনা চলেছে। তবে, বিভিন্ন কারণে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দেওয়া হয়নি। অবশেষে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের কোচিং করাতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। দেশের জনপ্রিয় এই কোচের সঙ্গে আগামী বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির বিষয়ে জানানো হয়েছে। ২০০৬-১০ পর্যন্ত জাতীয় দলে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় ক্রিকেট একাডেমিতেও স্পেশালিস্ট কোচ হিসেবে এক বছর কাজ করেছেন। ২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। তার অধীনেই সে বছর বিশ্বকাপ ক্রিকেটের লিগ-৪ ডিভিশনে খেলেছিল দলটি। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচের একজন সালাউদ্দিন। তার কোচিংয়েই বিপিএলে একাধিক শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবার শিরোপা জিতেছেন তিনি। |