বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২:১৩ পিএম
শিরোনাম শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা        ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ইস্যুতে অন্তর্র্বতী সরকারের বিবৃতি        হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২       হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা        সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ       খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর       হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত      
ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 26 November, 2024
ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নেতা (চিন্ময় কৃষ্ণ দাস) গ্রেফতারের পর যে আন্দোলন হচ্ছে তাতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। এ ছাড়া দেশের দুই-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সমাধান হয়ে যাবে।সরকার কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাচ্ছে না।
 
দুদিনের সফরে সোমবার রাতে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুনামগঞ্জের হাওর অঞ্চল ঘুরে দেখেন তিনি। বিকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উপদেষ্টা। 

বৈঠক শেষে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জাহাঙ্গীর আলম চৌধুরী। শুরুতেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও পরবর্তী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই আন্দোলনের পেছনে আমার মনে হয় বাইরের কোনো ইন্ধন রয়েছে, দেশের ভেতর থেকেও আছে আবার যাদের নিষিদ্ধ করা হয়েছে তাদেরও ইন্ধন থাকতে পারে।

এ সময় ঢাকায় বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি বলেন, এসব ঘটনায় কারো ইন্দন আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে। খুব দ্রুত এটার সমাধান হয়ে যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা তো আমাদের ভাই-বোন-সন্তানের মতো। তাদের ওপর তো কঠোর হতে পারব না। 

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের কী পরিমাণ এখনো উদ্ধার হয়নি এবং তা নিরাপত্তার জন্য ঝুকি কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরোপুরি এখনো উদ্ধার করা যায়নি। আর যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি তাতে তো জননিরাপত্তায় ঝুঁকি থেকেই যায়। সে কারণেই অস্ত্র উদ্ধার অভিযান বন্ধ হয়নি, লুট হওয়া সব অস্ত্রই উদ্ধারের চেষ্টা চলছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সহযোগিতা চান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com