বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২:৩৫ পিএম
শিরোনাম শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা        ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ইস্যুতে অন্তর্র্বতী সরকারের বিবৃতি        হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২       হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা        সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ       খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর       হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত      
পাঠ্য পুস্তকে ভুল দ্রুত সংশোধনের দাবি বিএনপি’র
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 11 January, 2025
পাঠ্য পুস্তকে ভুল দ্রুত সংশোধনের দাবি বিএনপি’র

পাঠ্য পুস্তকে ভুল দ্রুত সংশোধনের দাবি বিএনপি’র

বিএনপি’র পক্ষ থেকে পাঠ্যবইয়ে সন্নিবেশিত ‘নিবন্ধ’ দ্রুত সংশোধনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরারও আহবান জানানো হয়েছে। আজ শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহবান জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিতভাবে ও নতুন করে ছাপানো নবম-দশম শ্রেণির ‘পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠার ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা’ অধ্যায়ে ‘বিএনপি সেনা ছাউনিতে জন্ম’ বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যদিয়ে বিএনপিকে হেয় করা হচ্ছে বলে রিজভী অভিযোগ করেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনাছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়।’ তিনি বলেন,‘সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনী প্রধান হিসেবে নয় বরং ঢাকার রমনা রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন দেশের নির্বাচিত প্রেসিডেন্ট। তাই, বিএনপি সেনাছাউনিতে গঠিত হয়েছে-এই তথ্য ইতিহাস বিকৃতি ছাড়া কিছুই নয়।’রিজভী বলেন,‘নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠার গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগার্করা লিখেছে, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। আর বিএনপিকে নিয়ে অতিকথন, অপপ্রচার ও কুৎসা রটানোর বিরতিহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ১৬ বছরে,তারই প্রতিফলন এখনও আমরা দেখছি পাঠ্যপুস্তকে।’ বিএনপি’র এই নেতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভেতরে-বাইরেসহ সব পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। তিনি বলেন,‘আমরা সংশ্লিষ্ট মহলকে দ্রুত পাঠ্যবই সংশোধন করে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরতে আহ্বান জানাই।’ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্র্বতী সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন,‘মরার উপর খাঁড়ার ঘা হিসেবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।’ তিনি বলেন,‘জনগণ অন্তর্র্বতী সরকারকে সফল দেখতে চায়। তবে অন্তর্র্বতী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা, তা মানুষের ক্ষুধা নিবৃত্তি সম্পর্কিত কার্যক্রমের মাধ্যমে তাদেরকেই সেটা প্রমাণ করতে হবে।’ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.সেলিমুজ্জামান,সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন,কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী,তারিকুল আলম তেনজিং,স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com