শিরোনাম |
বোমা হামলার ভূয়া খবরে যাত্রী দুর্ভোগ চরমে, প্রশংসিত নিরাপত্তা বাহিনী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বোমা হামলার ভূয়া খবরে যাত্রী দুর্ভোগ চরমে, প্রশংসিত নিরাপত্তা বাহিনী ভয়াবহ এই হুমকির মুখে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।পুরো প্লেনে চালানো হয় তল্লাশি। তবে বেলা সাড়ে ১২ টার দিকে বিমানবন্দর সূত্রে জানা যায়, এতে বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। বিমান কর্তৃপক্ষ বলেন , পুরো প্লেন তল্লাশি করে কোনো বোমা বা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে। তবে এমন খবরে আতংকিত হয়ে পড়ে বিদেশগামী যাত্রীরাবোমা আতঙ্কে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ফ্লাইটমধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধারা সাধারণত ছুটির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে নিজ কর্মস্থলে রওনা দেয়। তাই এমন ভূয়া সংবাদে তাদের যেন ভোগান্তির শেষ নেই।এমনকি অনেকের মধ্যেই জেগেছে চাকরি হারানোর শংকাদেশ থেকে একটি বিরাট অংশ মেডিকেল স্যুতে বিদেশে যেয়ে থাকে। তারা যেন পড়েছে মহাবিপদে।কেননা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারলে ব্যাহত হবে চিকিৎসার কাজএমনকি হঠাৎ এমন খবরে অসুস্থ হয়ে যায় বয়সে প্রবীন থেকে শুরু করে নারী এবং শিশুরাএছাড়াও বেশ কিছু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পরেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে ভূয়া এই ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। নেটিজেনটা প্রশ্ন তুলেছে যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে এই গর্হিত কাজ যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এমনকি অনেকে সন্দেহ প্রকাশ করছে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে। তাদের ধারণা এই কাজ ভিতরের কেউ করেছে। অপরাধী কোন বাহিনীর হোক কিংবা কোন সন্ত্রাসী অথবা যে কেউ তাকে অনতিবিলম্বে শনাক্ত করতে হবে এমন আলটিমেটামও দিচ্ছেন অনেক নেটিজেনরা। এ বিষয়ে নার্গিস নামে ফেসবুকে একজন লিখেছেন, 'আমার কাজ থাকবে কিনা সন্দেহ আছে। টিকিটের টাকা ফেরত পাবো কিনা তাও জানিনা। আল্লাহ সহায় হোন'। রাজু আহম্মেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, " মালেশিয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে আমার। হঠাৎ এমন খবরে বুঝতে পারছি না হাসবো না কাঁদবো।' এছাড়া ইন্সটাগ্রাম নিবির নামে একটি আইডি থেকে লিখেছে, ' যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।' এছাড়াও স্যোশাল হ্যান্ডেল এক্স-এ বর্ষা নামে একজন নিরাপত্তা রক্ষীদের ধন্যবাদ জানিয়ে লিখেছে, 'আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ধন্যবাদ প্রত্যেককে গুরুত্ব দিয়ে চেক করার জন্য। আমাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য'। |