| শিরোনাম |
|
টপলিকেও হারাল সিলেট
নিজস্ব প্রতিবেদক :
|
মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। এরই মাঝে আরও এক খেলোয়াড়কে হারাল চোটজর্জর সিলেট স্ট্রাইকার্স। চোট পেয়ে এবার বিপিএল থেকে ছিটকে গেছেন রিস টপলি।ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার শনিবার রাতেই ফিরে গেছেন দেশে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট। তারা জানায়, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়া হ্যামস্ট্রিংয়েও সমস্যা অনুভব করছেন ৩০ বছর বয়সী পেসার, ব্যথা আছে কুঁচকিতেও। চোট-সমস্যা টপলির নতুন নয়। একের পর এক চোটের কারণেই জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলা পেসার এবারই প্রথম এসেছিলেন বিপিএল খেলতে। অভিজ্ঞতা সুখকর হলো না। সাত ম্যাচে স্রেফ চার উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৯.৭৫ রান দিয়ে। তাকে হারিয়ে বিপদ বাড়ল সিলেটের। প্রাথমিক পর্বে এখনও তিনটি ম্যাচ বাকি আছে তাদের। সিলেটের পেস আক্রমণের মূল অস্ত্র তানজিম হাসান চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি চট্টগ্রাম পর্বে। চোট আছে দলের আরও বেশ কয়েকজনের। |