শিরোনাম |
খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক :
|
![]() খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি। পর অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। পরে রিক্সা, ভ্যানসহ বিভিন্ন হালকা বাহনে ওই বাড়ির ইট ও রড নিয়ে যায় মানুষ। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ২৩ শের-ই বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে ২টি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারী ওয়াল গুড়িয়ে দেয়। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এই বাড়িটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ জুয়েল,শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন। বুধবার দিবাগত মধ্য রাতে বুলডোজার দিয়ে ভাঙচুর করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল। এর আগে ছাত্র জনতা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর করে। এরপর তারা মূল ফটকের দিকে জড়ো হয়। এক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “এই প্রতীকগুলো আমাদের জন্য নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকা অর্থ ২৪ এর গণ আন্দোলনকে কলুষিত করা । আমাদের ক্যাম্পাসে এর ঠাঁই নেয়। স্বৈরাচারকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।” এছাড়া মঙ্গলবার রাতে খুলনায় আওয়ামী লীগ নেতাদের কয়েকটি বাড়িতে হামলা করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। |