শিরোনাম |
‘মব জাস্টিস’র জন্মদাতা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ‘মব জাস্টিস’র জন্মদাতা আওয়ামী লীগ শুধু মব জাস্টিসই নয় আওয়ামী লীগ আর হাসিনার তৈরি মিডিয়া ট্রায়াল। কোন ঘটনাকে ভিন্নদিকে প্রভাবিত করতে ফ্যাসিস্ট হাসিনা ব্যবহার করেছে দেশের প্রভাবশালী মিডিয়াগুলোকে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভালো না লাগলে হাসিনা লেলিয়ে দিতেন এদেশের পা চাটা সংবাদ মাধ্যমগুলোকে। তারা সকলে মিলে একযোগে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বানিয়ে দিতেন নায়ক থেকে খলনায়ক। সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনার মব জাস্টিসের বিষয়ে কথা বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা মব জাস্টিসের ভিতরে ছিলাম, এখন তেমন কিছুই হচ্ছে না। হাসিনার মব জাস্টিস নিয়ে কথা বলতে গিয়ে তিনি টেনে নিয়ে আসেন বিগত ১৬ বছর বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্রতি অন্যায় অবিচারের কথা। ১ কোটিরও বেশি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ ঘর ছাড়া করেছিলো তাও মনে করিয়ে দেন এই রাজনীতিবিদ। মব জাস্টিস নিয়ে এর আগে বিভিন্ন সময় কথা বলতে দেখা যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও। হাসিনার তৈরি মব জাস্টিস, এমনটিই মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। নিলিমা নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনা দেখিয়ে দিয়ে গিয়েছে কীভাবে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালতে হয়। ২৪ এর গণঅভ্যুত্থানে হাসিনা যা করেছিলো তাও মব জাস্টিস এরই অংশ। শায়লা শারমিন নামের একজন লিখেছেন, ভালো মানুষকেও খারাপ বানিয়ে ফেলতো হাসিনা আর তার দোসর মিডিয়াগুলো। গুমের রাজনীতি ছাড়া ১৬ বছরে দেশকে আর কিছুই দেয়নি স্বৈরাচার হাসিনা। মব জাস্টিস এর জনক ফ্যাসিস্ট হাসিনা এখন ভারতে বসে নানা ষড়যন্ত্র করছে দেশকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মিলে বাংলাদেশ আর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করছে সে দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোকে। মব জাস্টিস এর জন্মদাতা হাসিনা যত ষড়যন্ত্রই করুক না কেন তাতে লাভ হবে না। আমজনতা আর বিশ্বাস করে না খুনি হাসিনাকে। |