শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৬:০৩:৫৫ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
তারাকান্দায় মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগে মাদ্রাসার মুহতামিমসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
তারাকান্দায় মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগে মাদ্রাসার মুহতামিমসহ গ্রেফতার-২

তারাকান্দায় মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগে মাদ্রাসার মুহতামিমসহ গ্রেফতার-২

ময়মনসিংহের তারাকান্দায় মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় মহিলা মাদ্রাসার এক মুহতামিমসহ একই মাদ্রাসার এক মেয়ে শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-তারাকান্দা উপজেলার বকশীমূল গ্রামে অবস্থিত বাগে জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি শরীফ আল হোসাইনি(৩৫) এবং একই মাদ্রাসার শিক্ষার্থী রামচন্দ্রপুর গ্রামের রহুল আমিনের মেয়ে সাদিয়া আক্তার(১৫)।

১০ ফেব্রুয়ারি(সোমবার)বিকালে ১ নং তারাকান্দা ইউনিয়নের বকশীমূল গ্রামের বাগে জান্নাত মহিলা মাদ্রাসার(নূর ইসলাম টাওয়ার) থেকে অভিযুক্ত মুহতামিম এবং পিঠাসূতা গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে জনতার হাতে আটক সাদিয়াকে গ্রেফতার করে পুলিশ

জানা গেছে,পূর্বশত্রুতার জের ধরে মাদ্রাসার ১৫ বছরের মেয়ে শিক্ষার্থী(সাদিয়া আক্তারের) মাধ্যমে একই ইউনিয়নের পিঠাসূতা গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাইদুল ইসলাম(৩২)কে হাদিয়া স্বরূপ চার পিস খেজুর এবং জুসের বোতলে এক বোতল পানীয় সদৃশ তরল পদার্থ পাঠায় অভিযুক্ত মুহতামিম।পানীয়টিকে সে পবিত্র জমজম কূপের পানি বলে শিক্ষার্থীকে বলতে বলে।যথারীতি মুহতামিমের কথামত চারটি খেজুর ও পানীয় নিয়ে ঐ ইমামের কাছে যায় শিক্ষার্থী।কিন্তু ইমামকে দেওয়ার পূর্বেই জমজমের পানি মনে করে সেই পানীয় পান করেন মো.মোফাজ্জল হোসেন(৬০) নামের পিঠাসূতা গ্রামের এক বাসিন্দা।মোফাজ্জল হোসেন উপজেলার তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের মৃত হাজী হোসেন আলী মুন্সির ছেলে।পানীয় পানের পরই মুখগহ্বরে জ্বালাপোড়া শুরু হয় মোফাজ্জল হোসেনের।একপর্যায়ে বমি হতে শুরু করে।এরপর আত্মীয়-স্বজন মোফাজ্জল হোসেনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।মেডিকেল কলেজ হাসপাতালটির ১৩ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন মোফাজ্জল হোসেন।তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে মোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম(৩০) বলেন-আমার বাবা গুরুতর অসুস্থ।তাঁর মুখগহ্বর,জিহ্বা জ্বলসে গেছে।তাকে এসিড জাতীয় কিছু পান করানো হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকগণ।আমি এই মাদ্রাসার মুহতামিমের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৫) বলেন-মাদ্রাসার মুহতামিম শরীফ আল হোসাইনি তাকে চারটি খেজুর ও জুসের বোতলে জমজমের পানি আছে বলে তা ঐ ইমামকে পৌঁছে দিতে বলেন।আর তিনি ইমামকে তা পৌঁছে দিতে গেলেই মোফাজ্জল হোসেন তা পান করেন এবং তিনি পালিয়ে যেতে চাইলে জনতা তাকে আটক করে।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল বলেন-এই ঘটনায় মোফাজ্জল হোসেনের ছেলে বাঁদি হয়ে তারাকান্দা থানায় মামলা নং-৯ তারিখ-১১/২/২০২২ দায়ের করেছে।আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com