শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪:০৩:১০ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
মাধবপুরে মাদকের অবাধ বাণিজ্য, নজরদারি নেই
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
মাধবপুরে মাদকের অবাধ বাণিজ্য, নজরদারি নেই

মাধবপুরে মাদকের অবাধ বাণিজ্য, নজরদারি নেই

 হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে মাদক চোরাচালানের ব্যবসা যেন রমরমা। সন্ধ্যা হলেই বিভিন্ন চোরাকারবারি চক্র সক্রিয় হয়ে ওঠে। তাদের সহযোগী হিসেবে কাজ করেন 'লাইনম্যান'রা, যারা মুঠোফোনের মাধ্যমে 'লাইন ক্লিয়ার' সংকেত দেন। সংকেত পাওয়ার পর 'ভারীরা' সীমান্তের দিকে চলে যান। খেতের আল ধরে হামাগুড়ি দিয়ে সীমান্তের কাছে পৌঁছানোর পর, ভারতীয় পাচারকারীরা চোরাই মালামাল তাদের দিকে ছুড়ে দেয়। এরপর তারা তা সংগ্রহ করে ফিরে আসেন।

মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, এবং অন্যান্য ইউনিয়নের সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের এমন চিত্র সামনে এসেছে। স্থানীয়রা জানাচ্ছেন, এক যুগ আগেও এই এলাকায় গরু, লবণ, চিনি, সাইকেল ও কাপড়ের মতো পণ্য পাচার হতো। কিন্তু লাভের কারণে এখন মাদক পাচারই প্রধান ব্যবসা, যার মধ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ এবং নেশাজাতীয় ইনজেকশন অন্তর্ভুক্ত। এসব পাচারের পাশাপাশি ভারতীয় মোবাইল ফোন এবং কসমেটিকসও পাচার করা হয়। এর ফলে মাদক সেবনকারীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি অপরাধও বেড়ে যাচ্ছে।

স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ অনেক চোরাকারবারিকে আটক করেছে। মাধবপুর থানার তথ্য অনুযায়ী, মাদক পাচারের প্রধান রুটগুলো হচ্ছে মোহপুর, আলীনগর, কালিকাপুর, রামনগর, শ্রীধরপুর, বনগাঁও সীমান্ত। স্থানীয়দের মতে, অন্তত ১০০ জন ব্যক্তি মাদক চোরাচালানে যুক্ত, এবং তাদের মধ্যে এক-তৃতীয়াংশ বয়সে ১৫-৩৫ বছরের মধ্যে।

একজন মাদক পাচারকারী জানান, সীমান্তে 'লাইন ক্লিয়ার' সংকেত পাওয়ার পর তারা মাদক নিয়ে চলে যান। এক রাতে ১০০ বোতল ফেনসিডিল সংগ্রহ করলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উপার্জন হয়। এসব চোরাচালান প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. রাজ্জাক জানান, ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত পুলিশ অভিযানে ৪০৮ জনকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে। তবে, সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে, মাদক পাচারকারীরা প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে কথা বললে বিপদে পড়ার আশঙ্কা থাকে।

বিজিবি এবং পুলিশ দাবি করছে, তারা মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয়দের বিশ্বাস, মাদক ব্যবসা চলছে তাদের চোখের সামনেই এবং মাদক পাচারকারীরা কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে সম্পর্কিত।

এ বিষয়ে মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মেলন্দু চন্দ চক্রবর্তী বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মাদক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য তৃণমূল পর্যায়ের সহযোগিতা প্রয়োজন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com