শিরোনাম |
আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী পোস্টে আজহারী বলেন, ‘আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।’ প্রসঙ্গত, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এসব আয়নাঘরে বিরোধী মতের লোকজনকে গুম করে নৃশংস নির্যাতন চালানো হতো। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার জানিয়েছেন সারা দেশে আট শতাধিক আয়নাঘর ছিল। এগুলো তদন্ত চলছে। এদিন বিদেশি গণমাধ্যমর্কীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন ড. ইউনূস। |