শিরোনাম |
আবশ্যক (তৃতীয় বার)
|
সরকারী বিধি মোতাবেক গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর উপজেলাধীন ফারুক খান উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ কাচারী বাড়ী, উপজেলাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ। এর জন্য সৃষ্ট পদে সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) ০১ জন, সহকারী শিক্ষক (কম্পিউটার) ০১ জন, এবং অতিরিক্ত শ্রেনী শাখার (৬ষ্ঠ শ্রেনী-খ, ৭ম শ্রেনী-খ, ৮ম শ্রেনী-খ, ৯ম শ্রেনী-খ) জন্য সৃষ্ট পদে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান)-০১ জন, সহকারী শিক্ষক (গণিত) - ০১ জন, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) - ০১ জন ও সহকারী শিক্ষক (বাংলা) - ০১ জন আবশ্যক। আগামী ১৫/১১/২০১৫ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৩০০ টাকা নগদ অথবা ব্যাংক ড্রাফটসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। -প্রধান শিক্ষক
|