শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২:০৯ পিএম
শিরোনাম মহম্মদপুরে ক্যাডেট কেয়ার এর শুভ উদ্বোদন        সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৯৩তম        বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন গাজীপুরে       ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি: রিজভী       বেনজীরের ফাঁদে পা দেবেন না : জামায়াত আমির       বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব        খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ       
‘বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জরুরি’
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 November, 2022
‘বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জরুরি’

‘বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জরুরি’

রাজধানীর শ্রমজীবী জনগোষ্ঠীর পরিবেশগত সুস্বাস্থ্য নিশ্চিত করতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের (সিপিআই) সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে), বারসিক, ইনসাইটস ও কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) যৌথভাবে বাস্তবায়িত ঢাকা কলিং প্রকল্প আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জরুরি বলেও জানান তারা।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কাপের প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুব হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আইন ও বিধিমালা থাকলেও তা কার্যকর নেই। ফলে বর্জ্য পরিবহনে স্বচ্ছতা নেই। এতে পরিবেশ বাতাসের মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি মানুষ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরাতে তদারকি বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে গণমাধ্যম বড় ধরনের ভূমিকা পালন করতে পারে।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম জোরদার করতে গণমাধ্যমকর্মীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com