শিরোনাম |
শাহীন ক্যাডেট বৃত্তি পেয়েছে ইসরাক
ভাঙ্গুড়া ( পাবনা) প্রতিনিধি :
|
হাসিন মেহজাবিন ইসরাক ২০২২ সালে অনুষ্ঠিত শাহীন ক্যাডেট বৃত্তি পরীক্ষায় সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন থেকে বৃত্তি পেয়েছে ও ঈশ্বরদী উপজেলায় পঞ্চম স্থান অধিকার করেছে। হাসিন মেহজাবিন ইসরাকের বাসা জয়নগর ঈশ্বরদী পাবনা তে ও তিন বোনের মধ্যে সে বড়।ইসরাকের বাবা হাসানুর রহমান হাসান খায়রুল গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসেবে কর্মরত। মা সিপনা আক্তার গৃহিণী। ইসরাক ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে সকলের দোয়া কামনা করছে ও বড় হয়ে সে জ্যোতির্বিজ্ঞানী হতে চায়। |