বুধবার ১৮ জুন ২০২৫ ১১:০৬:০১ এএম
শিরোনাম ইরানে ইসরায়েলি আগ্রাসন, নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই       দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস       ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে : গোলাম মোস্তফা       শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দিন       ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান       জ্বলছে ইসরায়েল, কাঁদছে ইহুদিরা! মনে কী পড়ছে ফিলিস্তিনিদের?       এলাকার আধিপত্য বিস্তারে রূপগঞ্জে যুবদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১০       
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৬৬ রান
খেলা ডেস্ক :
Published : Wednesday, 6 March, 2024
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৬৬ রান

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৬৬ রান

চায়ের শহর সিলেটে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের আগের ম্যাচেই বয়ে গিয়েছিল রানের বন্যা। মনে হচ্ছিল এই ম্যাচেও একই পরিমাণ রান হবে। তবে বাংলাদেশের বোলাররা এবার আর রান বন্যা হতে দিলেন না। লঙ্কানদের রান লাগামছাড়া হওয়ার আগেই আটকালো ১৬৫ রানে। সিরিজে সমতা আনতে বাংলাদেশের চাই ১৬৬ রান। বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানদের ৫ উইকেটে ১৬৫ রানে আটকে ফেলেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের পক্ষে তাসকিন, মুস্তাফিজ, সৌম্য ও মেহেদী নেন একটি করে উইকেট। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথম ম্যাচের মতোই বাজে শুরু করে লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার আভিষ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। শরিফুলের প্রথম ওভারে মেইডেনের পর তাসকিনের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। ৭ বলে ০ রান করে ক্রিজে ফেরেন তিনি। প্রথম তিন ওভারে রান মাত্র আট থাকলেও পাওয়া-প্লে শেষে শ্রীলঙ্কার সেই রান দাড়ায় ৪৯ রানে। দুই মেন্ডিস রীতিমতো তান্ডব চালিয়েছেন তাসকিন-মেহেদীদের ওপর। এমন অবস্থায় ব্রেকথ্রুর জন্য শান্ত বোলিংয়ে আনেন সৌম্যকে এবং নিজের প্রথম ওভারেই সেই চাওয়া পূরণ করেন সৌম্য সরকার।

অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে আগের ম্যাচে ফিফটি করা কুশল মেন্ডিস ধরা। লিটনের হাতে ক্যাচ দিয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে গড়া ৬৬ রানের জুটি ভাঙেন এই পার্ট টাইম বোলার। ফেরার আগে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ রানে করেছেন। ৬৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় সফরকারীদের।

জুটি ভাঙলেও ব্যাটিংয়ে ঝড় থামাননি কামিন্দু। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারেন। পরের বলে পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়েই ফাঁদে আটকান কামিন্দু। সেখানে থাকা শেখ মেহেদীর ছুঁড়ে দেওয়া বলে অনায়াসে স্টাম্প ভাঙেন রিশাদ। ১০ রানের ব্যবধানে টাইগার ভক্তরা দ্বিতীয়বার উল্লাসে মাতেন। ২৭ বল মোকাবিলায় কামিন্দু ৩৭ রান করেছেন ৩টি চার ও দুই ছক্কায়। এরপর আগের ম্যাচের আরেক ফিফটি করা সাদিরা মামারাবিক্রমাও ফেরে সল্প রানে। প্রথম ওভারে ১৫ রান দেওয়া মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ফিজের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে তখনও ক্রিজে আগের ম্যাচে ঝড় তোলা আসালাঙ্কা রয়েছেন। মেহেদীর করা তৃতীয় ওভারে দুই ছয়ে সেই ইঙ্গিতই দিচ্ছিলেন তিনি। তবে সেই ওভারেই লঙ্কান দলপতিকে বোল্ড করেন মেহেদী। এরপর ম্যাথেউস ও শানাকা মিলে ৫৩ রান যোগ করলে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬৫ তে যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com