বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২:৩৭ পিএম
শিরোনাম শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা        ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ইস্যুতে অন্তর্র্বতী সরকারের বিবৃতি        হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২       হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা        সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ       খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর       হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত      
ইসহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে মেঘালয় পুলিশের নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 31 August, 2024
ইসহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে মেঘালয় পুলিশের নতুন তথ্য

ইসহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে মেঘালয় পুলিশের নতুন তথ্য

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ ভারতের মেঘালয়ে খুঁজে পাওয়ার পরে ওই রাজ্যের পুলিশ এখন অনেকটাই নিশ্চিত যে তাকে খুন করা হয়েছিল। শনিবার তার দেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে মেঘালয় পুলিশ জানিয়েছে। তবে তাকে বাংলাদেশের অভ্যন্তরে হত্যা করে দেহ ভারতে ফেলে যাওয়া হয়েছিল, নাকি ভারতেই তিনি খুন হন, তা এখনও নিশ্চিত নয়।

ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০১২ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হয়েছিলেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিএসএফ সূত্রগুলি বলছে ইসহাক আলী খান পান্নার মরদেহ ভারত সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভেতরে পাওয়া গেলেও তাকে ভারতে খুন করা হয়নি বলেই তাদের মনে হচ্ছে।

তারা এটাও জোর দিয়ে বলছে যে সাম্প্রতিক সময়ে মেঘালয় সীমান্ত অঞ্চলে কোনও বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করেছেন, এমন তথ্য তাদের কাছে নেই। মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার একটি সুপুরি বাগানে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ জানাচ্ছে যে তারা প্রাথমিক তদন্ত গুটিয়ে আনার পথে। দেহের ময়না তদন্ত শেষ হয়েছে জেলাটির সদর শহর খ্লিরিয়াৎ-এর সিভিল হাসপাতালে। সেখানকার মর্গেই তার মরদেহ রাখা রয়েছে এখন।

ময়না তদন্ত শেষ হলেও ফরেনসিক তদন্ত চলছে বলে জানিয়েছেন ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার গিরি প্রসাদ এম। "ফরেনসিক তদন্ত এখনও শেষ হয় নি, তাই ওই ময়না তদন্তের রিপোর্ট আমরা এখনই প্রকাশ করছি না," জানিয়েছেন গিরি প্রসাদ।তবে মেঘালয় পুলিশের সূত্র কাছে এটা নিশ্চিত করেছে যে ময়না তদন্তে এটা প্রমাণিত যে গলা টিপে হত্যা করা হয়েছে ইসহাক আলী খান পান্নাকে। শ্বাসরোধ করার চিহ্ন ছাড়া আর বিশেষ কোনও আঘাতের চিহ্ন নেই মরদেহে।

যেভাবে পাওয়া গেল পান্নার দেহ
মেঘালয় পুলিশ বলছে ২৬শে অগাস্ট বিকেলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার ডোনা ভই এলাকার একটি সুপুরি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় গ্রামবাসীরাই পচন ধরে যাওয়া দেহটি খুঁজে পান। পুলিশ সুপার বলছেন দেহের সঙ্গে তারা বাংলাদেশী পাসপোর্ট পেয়েছেন। সেখান থেকেই তার নাম জানা যায়। তার সঙ্গে প্রায় তিন কোটি ভারতীয় টাকার সমপরিমাণ মার্কিন ডলার পাওয়া গিয়েছিল বলে শোনা গেলেও পুলিশ বলছে এই তথ্য সঠিক নয়।

গিরি প্রসাদ জানাচ্ছেন, “দেহের সঙ্গে পাসপোর্ট ছাড়াও একটি স্মার্টওয়াচ এবং তার পোষাক পাওয়া গিয়েছিল। গ্রামবাসীরাই দেহটি দেখতে পান"। তিনি শুক্রবার রাতে জানিয়েছেন যে বাংলাদেশ থেকে পান্নার পরিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে দেহ ফিরে পাওয়ার যে আবেদন করেছিল, তা অনুমোদন পেয়েছে। শনিবার সকালে মরদেহ তার পরিবারের কাছে তুলে দেয়া হবে।

বিএসএফ যা বলছে
সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছিল যে ইসহাক আলী খান পান্না সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে একটি পাহাড়ে চড়তে গিয়ে পড়ে যান। তখনই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের একাংশে এরকমও বলা হচ্ছিল যে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের তাড়া খেয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।

বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের এক কর্মকর্তা অবশ্য স্পষ্টভাবেই জানিয়েছেন যে ইসহাক আলী খান পান্নার দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় বিএসএফ জড়িত থাকতে পারে বলে যে খবর প্রচার করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা। ওই অঞ্চল দিয়ে সাম্প্রতিক সময়ে কোনও বাংলাদেশি অনুপ্রবেশ করেছেন, এমন তথ্যও তাদের কাছে নেই বলেই জানিয়েছেন বিএসএফের ওই কর্মকর্তা।

তাদের প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে ইসহাক আলী খান পান্নাকে হত্যা করে দেহটি ভারতে ফেলে দেয়া হয়ে থাকতে পারে। আবার মেঘালয় পুলিশের সূত্রগুলিও বলছে সম্ভবত বাংলাদেশের অভ্যন্তরেই খুন করা হয় ইসহাক আলী খান পান্নাকে। যদিও নিশ্চিত হতে আরও তদন্ত চালাতে হবে তাদের। 

রহস্য কী জানা যাবে?
এখানে প্রশ্ন হচ্ছে , একটি মরদেহ নিয়ে সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে কেউ বা কারা ভারতে প্রবেশ করতে সক্ষম হলো? তার কোনও স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায় নি। তবে এর আগে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহেমদকে চোখ বাঁধা অবস্থায় কেউ বা কারা বাংলাদেশ থেকে সড়ক পথে নিয়ে এসে মেঘালয়ের রাজধানী শিলংয়ের রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল।

যদিও তখন অভিযোগ উঠেছিল যে ভারতীয় সীমান্ত-রক্ষী বাহিনীর সহায়তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোন গোয়েন্দা সংস্থা কাজটি করেছিল। মেঘালয়ের রাজধানী শিলং শহরে গল্ফ কোর্সের কাছে ২০১৫ সালের ১১ মে খুব সকালের ঘটনা সেটা। ওখানে কর্তব্যরত এক ট্র্যাফিক পুলিশ কর্মী সেই সময়ে বলেছিলেন যে ওই ব্যক্তি অচেনা জায়গায় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলেন যে এটা কোন জায়গা। তারপরে তিনি নিজের পরিচয় দেন যে বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য। নিজের নামও বলেন তিনি।

তারপরে তাকে পুলিশ নিয়ে যায়। বেশ কিছুদিন তার চিকিৎসা চলে, অন্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তারও করা হয়। তার ঠিক দুমাস আগে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকায় হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়েও এই রহস্যের কিনারা হয় নি যে কারা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে ফেলে রেখে গিয়েছিল।তাই ইসহাক আলী খান পান্না কীভাবে ভারতে এসে খুন হলেন, নাকি তাকে বাংলাদেশে কেউ খুন করে ভারতে ফেলে রেখে গেল, এসব প্রশ্ন এখনো অমিমাংসিত রয়ে গেছে।-বিবিসি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com