শিরোনাম |
৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের জনসভায় বক্তব্য দেয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা বক্তব্য দেয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। এছাড়া জয়ের অ্যাকাউন্টে ৩০ কোটি মার্কিন ডলার রয়েছে বলে বক্তব্য দেয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ মে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কুমিল্লার মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনকে ‘ভুয়া’ অভিযোগ করে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সেই মামলা থেকেও খালাস পেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির একটি মামলা করেন। |