মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ২৩:১০:২৩ পিএম
শিরোনাম সয়াবিন তেল ও পাম তেলের শুল্ক অব্যাহতির প্রস্তাব       বাজারে ডিমের দাম ও জোগান ঠিক রাখতে নতুন সিদ্ধান্ত       যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সমস্যা কোথায়, প্রশ্ন গয়েশ্বরের       যথাযথ প্রক্রিয়া মেনে ট্রাইব্যুনালে সুবিচার হবে: আসিফ নজরুল       বেশি দিন অপেক্ষা করতে হবে না, জনগণই বিচার করবে: আওয়ামী লীগ       ৪৩তম বিসিএস থেকে ২০৬৪ জনকে নিয়োগ       আরো কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শনিবার      
আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে সব হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 3 September, 2024
আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে সব হাসপাতাল

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে সব হাসপাতাল

অন্তর্র্বতীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারসহ অন্যান্য সংকট সমাধানের আশ্বাস পাওয়া গেছে। শুধু তাই নয়, আশ্বাস পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের সব হাসপাতালে স্বাভাবিক নিয়মে চিকিৎসা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে খুব শিগগিরই মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশের বিষয়ে উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, পরিচালকের আশ্বাসে আগামীকাল থেকে সারা দেশের হাসপাতালে স্বাভাবিক নিয়মে চলবে হাসপাতাল। তবে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্য পুলিশের বিষয়টি মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেবেন বলে আশা করি। তবে তিনি বলেছেন- একটু সময় দিতে হবে। এর আগে গত সোমবারের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা চিকিৎসকরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ১০টা থেকে চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী দীপ্ত। গাইবান্ধা সদর উপজেলার শহিদুল ইসলামের ছেলে দীপ্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন। ওইদিন রাতে কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পথচারী এক শিক্ষার্থী দীপ্তকে ঢাকা মেডিকেল নিয়ে আসেন। ভর্তি করার পর গত শনিবার সকালে তার মৃত্যু হয়। এরই জেরে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায় কিছু দুর্বৃত্ত।

এর প্রতিবাদে রবি ও সোমবার নিয়মিত চিকিৎসাসেবাদান থেকে বিরত থাকেন চিকিৎসকরা। ঘোষণা করেন- কমপ্লিট শাটডাউনেরও। এ সময়টায় দেশের প্রায় সব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মঙ্গলবার কিছুটা স্বাভাবিক হয় চিকিৎসা কার্যক্রম, যা আগামীকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com