বুধবার ১৮ জুন ২০২৫ ১২:০৬:৫৭ পিএম
শিরোনাম বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ       বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার       স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া       সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!       এক দিনেই যেভাবে ইসরায়েলের ২৮টি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান!       অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর       গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত      
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশের শত্রু : বাহাউদ্দিন নাছিম
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 13 October, 2024
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশের শত্রু : বাহাউদ্দিন নাছিম

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশের শত্রু : বাহাউদ্দিন নাছিম

যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। হিন্দু সমপ্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।আজ রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। বাহাউদ্দিন নাছিম বলেন, হিন্দু সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।

এ দেশের হিন্দু সমপ্রদায় আবহমানকাল ধরে বিপুল উত্সাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। দেশের কিছু জায়গায় সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সমপ্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ তুলেন বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।নাছিম বলেন, ‘খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে-এই আমাদের বিশ্বাস।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com