শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৮:১২:২১ এএম
শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ       ভয়মুক্ত এক সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : প্রধান উপদেষ্টা       আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা       ইইউ’র ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাক্ষাৎ       ৭ বছরের দণ্ড থেকে আমানকে হাইকোর্টে খালাস       বউয়ের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন রিজভী       বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান      
‘রাজনীতি করেছে বলে এরা খুনি?’ প্রশ্ন সালাউদ্দিনের
খেলা ডেস্ক:
Published : Friday, 18 October, 2024
‘রাজনীতি করেছে বলে এরা খুনি?’ প্রশ্ন সালাউদ্দিনের

‘রাজনীতি করেছে বলে এরা খুনি?’ প্রশ্ন সালাউদ্দিনের

সাকিব-মাশরাফিরা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায়। দুজনই গণঅভ্যুত্থানে পতন দেখা আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় এই দুই ক্রিকেটারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সাকিব-মাশরাফিদের প্রতি মানুষের এত রাগ দেখে ব্যথিত হয়েছেন কোচ সালাউদ্দিন।এর মধ্যে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে নিজ দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে পারছেন না।  কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয়া উচিত। সাকিব-মাশরাফিরা দেশের জন্য কী করেছেন, তারা মানুষ হিসেবে কেমন এসব কিছু জানিয়ে সালাউদ্দিন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

সরকার পতনের পর মাশরাফি দুয়েকটি সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সাকিবও কয়েকদিন আগে ফেসবুক পেজে আন্দোলনের সময়ে তার নীরবতার কারণে ক্ষমা চেয়েছেন। তবু তাদের প্রতি মানুষের ক্ষোভ দেখে নিজের কষ্টের কথা জানিয়েছেন সালাউদ্দিন, দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।

ক্রিকেটার হিসেবে বিশ্বে বাংলাদেশের হয়ে সুনাম কুড়িয়ে আনা এই দুই ক্রিকেটারকে শুধু রাজনীতি করেছেন বলে এত ঘৃণার কোনো কারণ খুঁজে পান না সালাউদ্দিন, একটা মানুষ দেশের জন্য ১৭ টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষএর ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?

আন্দোলনের সময়ে স্ট্যাটাস না দেয়াতেই তাদের এভাবে শূলে চড়ানোর বিপরীতে তাদের কঠিন সময়েও দেশের জার্সিতে লড়ে যাওয়ার কথা মনে করিয়ে এই কোচ বলেন, তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?

শেষে আবার সাকিব-মাশরাফিদের দেশপ্রেমের কথা জানিয়ে লিখেছেন, দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষ কে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনি ও সন্মানীত হবেন ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com