শিরোনাম |
পিছিয়ে পড়েও পাকিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
খেলা ডেস্ক:
|
![]() পিছিয়ে পড়েও পাকিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ পাকিস্তানের গোলে বাংলাদেশের ডিফেন্ডারদের দায়ই বেশি। মধ্যমাঠ থেকে বল পাঠানো হয় পাকিস্তানি ফরোয়ার্ড জাহমিনা সামিন মালিকের উদ্দেশে। বল তাড়ায় ছিলেন বাংলাদেশের দুই ডিফেন্ডারও। তবে শিউলি আজিম বলে ছোয়া লাগালেও ক্লিয়ার করতে পারেননি। যুক্তরাজ্যে বেড়ে ওঠা পাকিস্তানের ওই ফরোয়ার্ড বল রিসিভ করে এগিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষক রুপন চাকমাকে পরাস্ত করেন। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের ওপর দিয়ে দাপট দেখিয়েই খেলতে থাকে বাংলাদেশ। তবে পাকিস্তান ব্যাপক রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। যদিও পাল্টা আক্রমণে ওঠারও চেষ্টা করেছে দলটি। একবার বাংলাদেশের রক্ষণের ভুলে গোলও পেয়ে যাচ্ছিল তারা। তবে ৭৭ মিনিটে গোলরক্ষক রূপনা গোলবার ছেড়ে বাইরে এসে সেইভ দেন। বাংলাদেশ গোল পায় যোগ করা সময়ের ছয় মিনিটে। বাঁ দিক থেকে ঋতুপর্নার ক্রসে গোলমুখে থেকে হেডে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র। তাতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার ওপরে। বাংলাদেশ ও পাকিস্তানের ১ পয়েন্ট করে। আগামী বুধবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশে মেয়েদের। |