শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৭:১২:৩৫ এএম
শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ       ভয়মুক্ত এক সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : প্রধান উপদেষ্টা       আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা       ইইউ’র ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাক্ষাৎ       ৭ বছরের দণ্ড থেকে আমানকে হাইকোর্টে খালাস       বউয়ের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন রিজভী       বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান      
পিছিয়ে পড়েও পাকিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
খেলা ডেস্ক:
Published : Sunday, 20 October, 2024
পিছিয়ে পড়েও পাকিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

পিছিয়ে পড়েও পাকিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ রবিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে এক গোল দেওয়ার পর ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। নারী ফুটবলে পাকিস্তান বড় মানের কোনো প্রতিপক্ষ নয়। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পথেও দলটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-মারিয়ারা। তবে এবার কয়েকজন প্রবাসী ফুটবলার নিয়ে গুণগতভাবে দল ভারী করেছে পাকিস্তান। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটে বাংলাদেশই অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলেছে। তবে ম্যাচের ৩২ মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ।

পাকিস্তানের গোলে বাংলাদেশের ডিফেন্ডারদের দায়ই বেশি। মধ্যমাঠ থেকে বল পাঠানো হয় পাকিস্তানি ফরোয়ার্ড জাহমিনা সামিন মালিকের উদ্দেশে। বল তাড়ায় ছিলেন বাংলাদেশের দুই ডিফেন্ডারও। তবে শিউলি আজিম বলে ছোয়া লাগালেও ক্লিয়ার করতে পারেননি। যুক্তরাজ্যে বেড়ে ওঠা পাকিস্তানের ওই ফরোয়ার্ড বল রিসিভ করে এগিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষক রুপন চাকমাকে পরাস্ত করেন। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে পাকিস্তানের ওপর দিয়ে দাপট দেখিয়েই খেলতে থাকে বাংলাদেশ। তবে পাকিস্তান ব্যাপক রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। যদিও পাল্টা আক্রমণে ওঠারও চেষ্টা করেছে দলটি। একবার বাংলাদেশের রক্ষণের ভুলে গোলও পেয়ে যাচ্ছিল তারা। তবে ৭৭ মিনিটে গোলরক্ষক রূপনা গোলবার ছেড়ে বাইরে এসে সেইভ দেন। বাংলাদেশ গোল পায় যোগ করা সময়ের ছয় মিনিটে। বাঁ দিক থেকে ঋতুপর্নার ক্রসে গোলমুখে থেকে হেডে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র। তাতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এই ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ভারত ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার ওপরে। বাংলাদেশ ও পাকিস্তানের ১ পয়েন্ট করে। আগামী বুধবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশে মেয়েদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com