মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২০:১২:২৪ পিএম
শিরোনাম মংডু শহরও পুরোপুরি দখল নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি        বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ঠেকাতে ইইউ কূটনীতিকদের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা       মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম এর সভাপতি মাহমুদুল এবং সম্পাদক নূরুল হক        ঘিওরে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা লাভলু নিহত       ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সর্দারসহ ৫ জন গ্রেপ্তার       ভারতে সাথে আমদানি বাণিজ্য ও রাজনীতিকে একসাথে দেখছি না: খাদ্য উপদেষ্টা       হোমনা সরকারি কলেজের অধ্যাপক খুর্শিদুজ্জামান আর নেই      
বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল
স্টাফ রিপোর্টার : মাওলানা জামিল আহমাদ
Published : Saturday, 2 November, 2024

বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল অন্তবর্তীকালীণ সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন,আপনি ব্যর্থ হয়ে বিদায় হোন এটা আমরা চাইনা,আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি এটাও চাইনা। আপনি অতি দ্রুত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেন এটাই আমরা চাই।

এসময় তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন,১৬ বছর এলাকায় আসতে পারিনি। কবর জিয়ারত করতেও যদি এলাকায় আসতাম ফ্যাসিষ্ট সরকার পুলিশ লেলিয়ে দিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা। আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিষ্ট সরকার।

ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। জনগণ তাদের টেনে হেচড়ে নামিয়েছে। আপনিও জানতেননা আপনার পতন হবে অত্যঅন্ত লজ্জাজনক ভাবে।

প্রশাসনের দিকে ইংগিত করে এসময় প্রধান অতিথি আরো বলেন,এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ন্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোশর

ঘাপটি মেরে বসে আসে। তাদেরকে সাবধান করে দিতে চাই।

জনসভায় আগত হাজার হাজার জনগণের উদেশ্যে প্রধান অতিথি বলেন নির্বাচন হবে। খুব শ্রীঘ্রই নির্বাচন হবে। আল্লাহর উপর ভরসা করে বলি ইনশাআল্লাহ বিএনপি নির্বাচনে বিজয়ী হবেন।


অন্তবর্তীকালীণ সরকার প্রধানের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বেলাবতে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাথাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।


  শনিবার (২ নভেম্বর) বিকালে বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন বি এনপির আয়োজনে রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।


আমলাব ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক  মোঃ খলিল উল্লাহ তপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) হতে নির্বাচিত বিএনপির সাবেক এমপি ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সরদার সাখাওয়াত হোসেন বকুল।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব,সদস্য সচিব এম.এ কাদের জলিল,মনোহরী উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম,সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল হক তানভীর,চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানা,নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম লাল মিয়া,বেলাব সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হাই,পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকার,বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাকাওয়ার হোসেন সাকের,বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর,বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান,যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রাহাত, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন ফকির রাজ,  যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা,  যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ,আকরাম হোসেন সুমন, সদস্য সাইফুল ইসলাম, রতন আহমেদ, কাউছার আহমেদ,সানী বেস্তি, রবিন মোল্লা,উসমান মোল্লা, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন,নূরে আলম, তারেক ফকির,রাসেদ রায়হান,রবিউল, আরমান আহমেদ, শাকিল,রবিন,রাকিবুল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। এসময় বক্তরা দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলাা প্রত্যাহারেরও দাবি জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com