শিরোনাম |
হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে আব্দুল হান্নান মোংলা পৌরসভায় পুনরায় যোগদান করায় ছাত্র জনতার অভিনন্দন
মোংলা প্রতিনিধি :
|
![]() হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে আব্দুল হান্নান মোংলা পৌরসভায় পুনরায় যোগদান করায় ছাত্র জনতার অভিনন্দন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ২০২৪ সালের গত ১৭ অক্টোবর হিসাব রক্ষন কর্মকর্তা সরদার আব্দুল হান্নানকে মোড়েলগঞ্জ থেকে মোংলা পোর্ট পৌরসভায় বদলী করেন। সেই মোতাবেক ৩ নভেম্বর তার যোগদান পত্র গৃহীত হলে ৫ নভেম্বর মোংলা পোর্ট পৌরসভায় প্রথম কার্যদিবসের আনুষ্ঠানিক অফিস করেন তিনি। এসময় তাকে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ মোংলা-রামপাল ছাত্র প্রতিনিধির একটি দল ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানায়। এ প্রসঙ্গে মোংলা পোর্ট পৌরসভায় সদ্য যোগদান করা হিসাব রক্ষন কর্মকর্তা সরদার আব্দুল হান্নান বলেন, ২০১২ সালের ২০ মার্চ পৌরসভার তৎকালীন মেয়র জুলফিকার আলীর রোষানলের শিকার হলে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ডিও লিটার (আধা সরকারি সুপারিশ পত্র) দিয়ে অন্যায়ভাবে তাকে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ পৌরসভায় বদলী করেন। মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়েও ওই দুই মেয়রের সকল প্রকার অন্যায় সহ্য করে তিনি তখন মোড়েলগঞ্জ পৌরসভায় যোগদান করি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবার তাকে তার পুরনো কর্মস্থল মোংলা পোর্ট পৌরসভায় বদলী করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে মোংলায় যোগদান করায় আবার তাকে এখান সরিয়ে দিতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। পৌরসভায় বিগত দিনে ওই মহলটির করা লাগামহীন দূর্ণীতি ফাঁস হওয়ার ভয়ে তারা এই অপতৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি। |