শিরোনাম |
আখাউড়া সততার সঙ্গে ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া:
|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সন্ধ্যায় পরিবেশক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নায়র নামে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই সভায় সততার সঙ্গে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান।
সহ-সভাপতি মো. মাসুম মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপদেষ্টা মো. আলী আজগর, মো. কবির হোসেন, সাধারন সম্পাদক রতি রঞ্জন দাস, মো. সহ সাধারন সম্পাদক রাব্বি হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, সাবেক প্রচার সম্পাদক শাহবুদ্দিন রিফাত প্রমুখ। সভায় নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশকদের একে অপরের সমস্যায় এগিয়ে আসার বিষয়ে আলোচনা হয়। |