| শিরোনাম |
|
মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরনের হুমকী: মায়ের সংবাদ সম্মেলন
মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি:
|
![]() মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরনের হুমকী: মায়ের সংবাদ সম্মেলন মিরসরাই পৌরসদরেরর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোছাম্মৎ ছকিনা বেগম (৩৫) লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত জায়গা থেকে উচ্ছেদের জন্য উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা হাজী আবু তাহের (৪৫) ও মোছাম্মৎ খালেদা বেগম (৩৫) নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। মিথ্যা মামলাকে কেন্দ্র করে তারা সন্ত্রাসী দিয়ে গত বৃহস্পতিবার সকালে আমার ঘরে ডুকে মহিলাদের হেনস্তা করে, আমার মেয়ে নাছরিন আক্তার তামান্নাকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণ করে গুম করে ফেলার হুমকি অব্যাহত রেখেছেন। নাহয় বসতভিটা তাদের ছেড়ে দিতে হুমকি দেয়। ছকিনা বেগম বলেন, আমি এব্যাপরে ১০ নভেম্বর সকালে চট্টগ্রাম চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনে ৪৪ ধারা মতে জীবনের নিরাপত্তা চেয়ে বিশেষ ডায়েরী করি করি ডায়েরী নং - ১৯৩৮/২০২৪ ইং। দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে প্রশাসনের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছকিনা বেগম, তাঁর বোন হাছনা বানু (৩০), ভাগ্নি নাজমা আক্তার (২৭)ও মেয়ে নাছরিন আক্তার তামান্না(১৬)। |