শিরোনাম |
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
|
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আউটার চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন চিকিৎসক মো. নোমান মিয়া। এতে ব্রাহ্মণবাড়িয়া ড্যাব'র সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড্যাব'র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সাব-কমিটির আহ্বায়ক চিকিৎসক মোহাম্মদ আকতার হোসেন, সদস্য সচিব ডা. কাজী সায়হাম অর্নব। এসময উপস্থিত ছিলেন নিহত মুগ্ধের চাচা ও পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মমিনুল হক, ড্যাব'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) চিকিৎসক একরামুল রেজা, ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক মেসবাহ উদ্দিন চৌধুরী, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি রহিমা খাতুন শেফালী, ড্যাবের সহ সাধারণ সম্পাদক চিকিৎসক হিমেল খান, কোষাধ্যক্ষ চিকিৎসক মনির হোসেন, সাবেক সিভিল সার্জন আবু সালেহ মো. মুসা খান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন শামীম, এনডিএফ সভাপতি ডা. আবু হানিফ, কেন্দ্রীয় ড্যাব নেতা জুনায়েদুর রহমান লিখন, ড্যাব'র নেতা চিকিৎসক আমান উল্লাহ আমান, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. সারোয়ার হোসেন, ডা. মো. শাহজাহান, ডা. শারমীন সুলতানা, ডা. সায়মন, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. এমিল, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. নাবিদ আলম প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্টে শতাধিক খেলোয়াড় সিঙ্গেল ও দ্বৈত খেলায় অংশগ্রহণ করবেন। |