বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:০১:৫১ পিএম
শিরোনাম সাড়ে ১৫ বছর পর মুক্তি পেলেন ১৭৮ বিডিআর জওয়ান       উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা       সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল       দুবাইয়ে থাকা নাফিজ সরাফাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ       সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি       বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস       জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ      
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেলায় স্থান পেলো ৫০ জন উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 1 December, 2024
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেলায় স্থান পেলো ৫০ জন উদ্যোক্তা 
ভোরের আকাশে উদীয়মান সূর্যের সোনালী আলোর মত সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এ প্রথম দেশের কোনো স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোক্তাদের কল্যাণে ফ্রীতে দিনব্যাপী স্টল বসানো এবং তাদের তৈরি পণ্য প্রদর্শনীর মাধ্যমে ব্যবসার পরিধি বিস্তারও দিনভর ব্যবসা সুযোগ করে দিলো মেলা বসার মাধ্যমে দেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। উদ্যোক্তাদের আশার বাতিঘর হয়ে শত শত উদ্যোক্তাকে আলোর পথ দেখাতে দিনরাত নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংগঠনের সাত সদস্যের টিম। 

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনে ৫০টি স্টল নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নভেম্বর-২০২৪ ফ্রী স্টল উদ্যোক্তা মেলা। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজনে উদ্যোক্তাদের ফ্রী মেলাতে স্টল বসার ব্যবস্থা করে দিয়ে দিনভর প্রতিযোগিতামূলক ব্যবসার অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এতে সারা দিনে ৫০ টি স্টলে কে কোন স্টল থেকে মেলার মাধ্যমে আগত ক্রেতার নিকট বিক্রি করতে পেরেছে সেগুলো পর্যবেক্ষণ করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সাত সদস্য টিম। শনিবার ৩০ নভেম্বর সকালে জমকালো আয়োজনে মিরপুর ১২ পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে সারাদিন অনুষ্ঠিতব্য মেলাটি মুলত উদ্যোক্তাদের সৃজনশীলতা তুলে ধরার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ ক‌রছে। স্টলগুলোর বেচাকেনার উপর ভিত্তি করে যে প্রতিযোগিতাটি,সেটা মূলত উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। 

মেলায় অংশগ্রহণকারী ৫০ টি স্টল এক একটি স্টল প্রতিযোগীতার মাধ্যমে তাদের তৈরি পণ্যের চাহিদা গুনগত মানের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করে সারাদিন ব্যবসা করেছে। প্রত্যেক স্টল টিম তাদের নিজ নিজ স্টলের পণ্য সাজিয়ে ক্রেতাদের নিকট উপস্থাপন এবং পণ্য বেচা-কেনার উপর ভিত্তি করে মূল্যায়ন করেছেন মেলায় অংশগ্রহণকারী ৫০টি প্রতিযোগী স্টলকে সংগঠনটি। এই মেলাটি উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছে যা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে আরো উৎসাহিত করবে।শনিবার সকাল ১১ টায় ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম,এটিএন বাংলার উপদেষ্টা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব,সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সংগঠনের নির্বাহী কমিটি ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন টিম।এ সময় মেলায় আগত ৫০ টি স্টল ঘুরে দেখেন তারা। 

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।পাশাপাশি গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে।সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে'ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। এ ছাড়াও নানা মুখি উন্নয়নমূলক কাজ করেন,নির্যাতিত,নিপীড়িত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে সংগঠনটি। 

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর আয়োজনে সারাদিন মেলা শেষে সন্ধ্যা ৭ টায় বিজয়ীদের বেস্ট সেলারদের ১ম থেকে ১০ম স্হান পর্যন্ত পুরস্কৃত করা হয়, পাশাপাশি প্রত্যেক স্টল টিম উদ্যাক্তাদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার সার্টিফিকেট। উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন কবি শ্যামলী খান, লন্ডন প্রবাসী সাবরিন হক, রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনছার ,সংগঠনের নির্বাহী কমিটি ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন টিম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com