বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ২১:০১:২৩ পিএম
শিরোনাম নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত বহন করে : উপদেষ্টা নাহিদ       বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       সাড়ে ১৫ বছর পর মুক্তি পেলেন ১৭৮ বিডিআর জওয়ান       উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা       সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল       দুবাইয়ে থাকা নাফিজ সরাফাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ       সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি      
বিএনপি আমলে আ.লীগ, আর আ.লীগের সময়ে বিএনপি ‘ট্যাগের’ শিকার ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক:
Published : Tuesday, 3 December, 2024
বিএনপি আমলে আ.লীগ, আর আ.লীগের সময়ে বিএনপি ‘ট্যাগের’ শিকার ইলিয়াস কাঞ্চন

বিএনপি আমলে আ.লীগ, আর আ.লীগের সময়ে বিএনপি ‘ট্যাগের’ শিকার ইলিয়াস কাঞ্চন

বিএনপি আমলে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের সময়ে বিএনপি ‘ট্যাগের’ শিকার বলে জানালেন অভিনেতা, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা কতখানি কমবে সেটি সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর করে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সরকারের পাশাপাশি বিরোধীদলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম। কারণ, কোনো সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না। বিরোধীদল সরকারের সব কাজে সমালোচনার মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে।

নিসচা চেয়ারম্যান বলেন, ‘নিসচা দীর্ঘ ৩১ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে তা আজ দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এদেশের মানুষকে ভালোবেসে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছি। নিরাপদ সড়ক সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। দুঃখ প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘আমি সবসময় নিরাপদ সড়কের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে সর্বদা কোনো না কোনো ট্যাগ দেওয়া হয়েছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বলা হয়েছিল, আমি নাকি আওয়ামী লীগের লোক। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন ট্যাগ দেওয়া হয়েছিল আমি নাকি বিএনপির লোক। ফলে আমরা যে কাজটি করতে চেয়েছি সেটি করতে পারিনি। এই ট্যাগ লাগানোর ভয়ে গত ১৫ বছর আমি কারও কাছে যেতে পারিনি।

ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com