বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ২০:০১:৩৪ পিএম
শিরোনাম সাড়ে ১৫ বছর পর মুক্তি পেলেন ১৭৮ বিডিআর জওয়ান       উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা       সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল       দুবাইয়ে থাকা নাফিজ সরাফাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ       সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি       বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস       জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ      
ধর্মপাশায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যু্বক খুন, আহত ৩
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
Published : Sunday, 8 December, 2024
ধর্মপাশায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যু্বক খুন, আহত ৩

ধর্মপাশায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যু্বক খুন, আহত ৩

পূর্ব শত্রুতার জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রয়েল আহমেদ ওরফে হৃদয় (১৮) নামের এক যুবক খুন হয়েছে। নিহত হৃদয় উপজেলার সেলবরষ ইউনিয়নের বনগাবী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের মজিবুর রহমানের ছেলে অন্তর (১৯), শফিকুল ইসলামের ছেলে শামীম (১৭) ও আব্দুর রবের ছেলে সাজন মিয়া (১৬) গুরুতর আহত হন। এরমধ্যে শামীম ও অন্তরকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

পরে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার গাবী গ্রামের হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে ওয়াজ শোনতে নিজগাবী গ্রামের আক্কাস মিয়ার ছেলে রয়েল আহমেদ ওরফে হৃদয় তার সহপাঠীদের সাথে সেখানে যান। পরে রাত ১০টার দিকে তারা ৫-৬ জন মাহফিলের অদূরে অস্থায়ী একটি চটপটির দোকানের সামনে যান চটপটি খাওয়ার জন্য। 

তারা সেখানে যাওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে পাশের মির্জাপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে তায়িন মিয়া(১৯)  একই গ্রামের ফজলু মিয়ার ছেলে রিফাত মিয়া(১৯) ও আব্দুল মোতালিবের ছেলে সজিব মিয়া (১৯) তারা সেখানে গিয়ে অতর্কিতভাবে ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে হৃদয় ও অন্তরদের উপর হামলা চালায়। এ সময় দূর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে রয়েল আহমেদ হৃদয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় শামীম, অন্তর ও শাজন মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতা-হতদেরকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রয়েল আহমেদ ওরফে হৃদয়কে মৃত ঘোষণা করেন। 

এর মধ্যে আশংকাজনক অবস্থায় শামীম ও অন্তর মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেও তাদের অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাদেরকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ৪ দূর্বৃত্তকে আটক করে এলাকাবাসী, পরে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন, তায়িন মিয়া (১৯), সজীব মিয়া (১৯), রিফাত (১৯) ও মাসুদ রানা (২১)। এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ এনামুল হক বলেন, আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com