বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৮:০৩:১৮ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
নোয়াখালীর বেগমগঞ্জে জমিনের বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক,নোয়াখালী:
Published : Tuesday, 10 December, 2024
নোয়াখালীর বেগমগঞ্জে জমিনের বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জে জমিনের বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর

নোয়াখালী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামে  জমিনের বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর  নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী জসিম উদ্দিনের ভাই আব্দুল মান্নান মুন্না ও তার স্ত্রী মুন্নি আক্তার অভিযোগ করেন, তাদের খরিদকৃত জমিন একই গ্রামের কৃষক লীগ নেতা  নুরুল হক বাবুল ও তার ছেলে নুরুল আমিন স্বপন তাদের বলে দাবি করছে। শুক্রবার মুন্না ৪/৫ জন শ্রমিককে ওই জায়গায় কাজ করতে দিয়ে সে পাশের বাজারে যান। কিছুক্ষণ পর  জমিনের মালিক দাবিকারি বাবুল, তার ছেলেরা ও তাদের পক্ষের ১০/১২ জন লোক এসে শ্রমিকদের মারধর করে তাদের কোদাল শাবল সহ জিনিসপত্র  নিয়ে যায়। 

ওই সময় তাদের শোর চিৎকারে হার্টের রোগী বাবুল কিছুটা অসুস্থতা অনুভব হলে সে মাটিতে বসে যান। খবর পেয়ে মুন্না বাজার থেকে ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করে বাবুলের ছেলেরা সহ তাদের লোকজন। এসময় স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যান। কিছুক্ষণ ফর বাবুলের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। আব্দুল মান্নান মুন্না ও তার স্ত্রী মুন্নি আক্তার আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন থেকে বাবুল ও স্বপনরা মুন্নাকে বিভিন্নভাবে হুমকি দমকি দিচ্ছে। এ ঘটনায় মুন্না বেগমগঞ্জ মডেল থানায় একটি  সাধারণ ডায়েরি করেন। ওই ঘটনার পর গতকাল রাতে বাবুলের ছেলে নুরুল আমিন স্বপন এর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল মুন্নাদের  বসত ঘরে হামলা চালায়। এ সময় তারা ঘরে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তাদের দাবি। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় নজরুল ইসলাম জানান ঘটনার  সময় বাবুলদের লোকজনের শোর চিৎকারে হার্টের রোগী বাবুল কিছুটা অসুস্থতা অনুভব হলে সে মাটিতে বসে যান। খবর পেয়ে মুন্না বাজার থেকে ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করে বাবুলের লোকজন। এসময় স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যান। এর কিছুক্ষণ ফর বাবুলের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার সময় তিনি ঘটনার চিত্র মোবাইল ফোনে দারন করেছেন। বাবুলের ছেলে স্বপন বিষয়টি দেখে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় জায়গার মালিক মুন্না ঘটনাস্থলে ছিলেন না। বাবুলের ছেলে নুরুল আমিন স্বপন অভিযোগ করেন ঘটনাস্থলে তার বাবা বাবুল গেলে মুন্নাদের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার বাবা নুরুল হক বাবুলকে মৃত ঘোষণা করেন। স্বপনের দাবী মুন্নারা তার বাবাকে হত্যা করেছে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়।  প্রাথমিক ভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। বেগমঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহত বাবুল হার্টের রোগী ছিলেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন ছিলনা। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার বাদী নিহতের ছেলে। তবে মরদেহ ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com