| শিরোনাম |
|
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি
খেলা ডেস্ক:
|
![]() বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রসঙ্গত, হামজাকে বাংলাদেশ দলে পেতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে। নানা প্রক্রিয়া শেষে তাকে দলে পাওয়ার খুব কাছে ছিল বাংলাদেশ। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্রও পান তিনি। অবশেষে পেলেন ফিফার ছাড়পত্র। হামজা চৌধুরীর নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি বর্তমানে লেস্টারের হয়ে ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। এর আগেও বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়। |