শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২:৫৪ পিএম
শিরোনাম মহম্মদপুরে ক্যাডেট কেয়ার এর শুভ উদ্বোদন        সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৯৩তম        বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন গাজীপুরে       ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি: রিজভী       বেনজীরের ফাঁদে পা দেবেন না : জামায়াত আমির       বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব        খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ       
এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না রোহিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 4 January, 2025
এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না রোহিত

এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না রোহিত

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে না খেলার কারণ হিসেবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনি ফর্মে ছিলেন না। একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলারও সময় আসেনি।
চলমান পাঁচ ম্যাচের সিরিজে কোনভাবেই নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। যে কারণে সমালোচকরা তাকে টেস্ট থেকে বাদ দেবার পরামর্শও দিয়েছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান শেষ টেস্টের আগে সফরকারী ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ টেস্টে বাদ পড়ার পর অনেকেই ধরে নিয়েছেন লাল বলে হয়তো শেষটা দেখে ফেলেছেন রোহিত। কিন্তু ৩৭ বছর বয়সী রোহিত এত সহজে হার মানতে নারাজ। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে রোহিত বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছিনা। এই টেস্টে না খেলার সিদ্ধান্ত মানে এই নয়যে আমি অবসরে যাচ্ছি। আমি শুধুমাত্র এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’দ্বিতীয় সন্তান জন্মের কারণে পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত। তারপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুব একটা মনোযোগী হতে পারছেন না। এ পর্যন্ত পাঁচ ইনিংসের কোনটাতেই ১০ রান পার করতে পারেননি। 
রোহিত জানিয়েছেন তিনি কোচ ও নির্বাচকদের ফর্মহীনতার কথা বলেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ শেষ টেস্টে এমন একজনকে দলভুক্ত করতে বলেছেন যিনি ফর্মে আছেন। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত। ঐ সিরিজেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। শুক্রবার রোহিতের পরিবর্তে অধিনয়ক হিসেবে টস করেছেন জাসপ্রিত বুমরাহ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com