শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২:৪৬ পিএম
শিরোনাম মহম্মদপুরে ক্যাডেট কেয়ার এর শুভ উদ্বোদন        সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৯৩তম        বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন গাজীপুরে       ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি: রিজভী       বেনজীরের ফাঁদে পা দেবেন না : জামায়াত আমির       বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব        খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ       
বিপিএল সিলেটে পর্ব থেকে দর্শকদের সন্তুষ্ট করতে চায় বিসিবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 5 January, 2025
বিপিএল সিলেটে পর্ব থেকে দর্শকদের সন্তুষ্ট করতে চায় বিসিবি

বিপিএল সিলেটে পর্ব থেকে দর্শকদের সন্তুষ্ট করতে চায় বিসিবি

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব থেকে দর্শকদের সন্তুষ্ট করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামীকাল সোমবার বেলা দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সিলেট পর্ব উন্মুক্ত হবে। সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুর বরিশাল ও দুর্বার রাজশাহী। সবগুলো ম্যাচ হবে দেশের সবচেয়ে নানন্দিক খেলার মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট পর্ব শুরুর একদিন আগে আজ রোববার প্রেস ব্রিফিংয়ে কথা বলে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় তিনি বিপিএল ১১তম আসরের আয়োজন সফলে নিজেদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
ফাহিম সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দর্শকদের। তিনি বলেন, ‘সাধারণত খেলার মান, দলগঠন ও উইকেটের দিকে মনোযোগ দিতে হয়। এবার এসবের পাশাপাশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়াটা আমাদের লক্ষ্য। এখন আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। আশা করছি সিলেটের দর্শকদের জন্য খেলা দেখা সহজ করে দিতে পারবো।’
তিনি বলেন, সিলেটের উইকেট দেখেছি। এনসিএলে ভালো রান হয়েছে। আশা করছি বিপিএলেও এই উইকেটে ভালো রান হবে।
ঢাকার মতো সিলেটে টিকেট নিয়ে সমস্যা হবে না বলে মনে করে বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘সহজে প্রকৃত দর্শকদের হাতে টিকেট পৌঁছাতে অনলাইনে বড় সংখ্যায় টিকেট দেওয়া হয়েছে। সিলেটে যাতে দর্শকরা কোনো সমস্যায় না পড়েন সে জন্য সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’বিপিএল সফলভাবে আয়োজন করতে চ্যালেঞ্জ দেখছেন কি না— এমটা জানতে চাওয়া হলে বিসিবি পরিচালক বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্য আছে। মানুষের চাওয়া অনেক, এতদিন যা কিছু হয়েছে তেমন হলে হবে না। আমরা সবাই মিলে কাজ করছি, আমি মনে করি মাঠের খেলায় কিছুটা প্রত্যাশা পূরণ করতে পেরেছি। মাঠের বাইরের কিছু বিষয় আছে যেগুলো আমরা পূরণ করতে পারিনি।
ঢাকার প্রথম পর্বের ঘাটতি পূরণ করে সিলেট, চট্টগ্রাম ও ঢাকার শেষ পর্বে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারলে এবারের বিপিএল একটি সফল আয়োজন হবে বলে জানান তিনি। আগামীকাল সোমবার বেলা দেড়টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসরের সিলেট পর্ব শুরু হবে। এই ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
আয়োজনকে ঘিরে প্রস্তুতি করা হয়েছে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বর্ণিল সাজে সাজানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ, গ্যালারিতে সৌন্দর্যবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।
এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলেছে। সেঞ্চুরির পাশাপাশি দলীয় দুই শতাধিক রান এসেছে একাধিক ম্যাচে। আয়োজকরা আশাবাদী সিলেটেও ব্যাটিং পিচ হিসেবে পরিচিতি সিলেটেও রানের দেখা মিলবে।
বিপিএলে সিলেট পর্বের সূচি;
৬ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০
৬ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০
৭ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বেলা ১:৩০
৭ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০
৯ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০
৯ জানুয়ারি : ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০
১০ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বেলা ২:০০
১০ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৭:০০
১২ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্স, বেলা ১:৩০
১২ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০
১৩ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস, বেলা ১:৩০
১৩ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com