শিরোনাম |
বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক নেইমার
খেলা ডেস্ক:
|
![]() বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক নেইমার ২০২৩ সালে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গ করে ক্ষমাও চাইতে হয় নেইমারকে। নৈশ ক্লাব, পার্টিতেও ভীষণভাবে মজেছিলেন একসময়। পিএসজিতে থাকতে নিয়মিতই জমকালো সব পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছেন। আল হিলাল তারকা এখন তিন সন্তানের পিতা। সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তাসের গর্ভে ২০১১ সালে জন্ম নেয় তার ছেলে দাভি লুকা। তার আরেক প্রেমিকা আমান্দা কিম্বার্লির গর্ভে জন্ম নিয়েছে মেয়ে হেলেনা। বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি তাকে আরেকটি মেয়ে (মাভি) উপহার দিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কিছুদিন আগে জানিয়েছে, নেইমার-বিয়ানকার্দি জুটি আরেকটি সন্তানের মুখ দেখার অপেক্ষায়। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। গত বছর অক্টোবরে আল হিলালে ফিরে আবারও চোটে পড়েন। এখন আবার নেমেছেন মাঠে ফেরার লড়াইয়ে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারেই নেইমার জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেছেন ‘ফেলে আসা বছরগুলোয় আমি অনেক কিছুই শিখেছি। অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছি। তবে সবকিছু পেরিয়ে যেতেও পেরেছি। নেইমার জানিয়েছেন, ‘যা যা অর্জন করেছি, যে সব জায়গায় খেলেছি, এসব মিলিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে আমি সুখী। অবশ্যই এই ভাবনাটা আসে যে আরও অনেক জায়গায় অনেক কিছুই করতে পারতাম। কিন্তু এটাও ফুটবলের অংশ। আপনি কখনোই সব ট্রফি জিততে পারবেন না। তাই এখন পর্যন্ত যা যা করতে পেরেছি, সেসব নিয়েই আমি খুব সুখী। |