শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০২:৫১ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক নেইমার
খেলা ডেস্ক:
Published : Thursday, 9 January, 2025
বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক  নেইমার

বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক নেইমার

বিয়ে ছাড়াই তিন সন্তানের জনক হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলে ১৮ বছর হওয়ার পর প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হবে। সেই হিসেবে ১৪ বছর আগেই প্রাপ্তবয়স্ক হয়েছেন বর্তমানে ৩২ বছর বয়সী নেইমার। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ‘একসময় নাবালক ছিলাম, এখন সাবালক হয়েছি। একটা সময়ে মাঝেমধ্যেই অমুক নারী কিংবা তমুক নারী নিজেকে নেইমারের প্রেমিকা বলে দাবি করছেন।

২০২৩ সালে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গ করে ক্ষমাও চাইতে হয় নেইমারকে। নৈশ ক্লাব, পার্টিতেও ভীষণভাবে মজেছিলেন একসময়। পিএসজিতে থাকতে নিয়মিতই জমকালো সব পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছেন। 
আল হিলাল তারকা এখন তিন সন্তানের পিতা। সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তাসের গর্ভে ২০১১ সালে জন্ম নেয় তার ছেলে দাভি লুকা। তার আরেক প্রেমিকা আমান্দা কিম্বার্লির গর্ভে জন্ম নিয়েছে মেয়ে হেলেনা। বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি তাকে আরেকটি মেয়ে (মাভি) উপহার দিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কিছুদিন আগে জানিয়েছে, নেইমার-বিয়ানকার্দি জুটি আরেকটি সন্তানের মুখ দেখার অপেক্ষায়। 

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। গত বছর অক্টোবরে আল হিলালে ফিরে আবারও চোটে পড়েন। এখন আবার নেমেছেন মাঠে ফেরার লড়াইয়ে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারেই নেইমার জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেছেন ‘ফেলে আসা বছরগুলোয় আমি অনেক কিছুই শিখেছি। অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছি। তবে সবকিছু পেরিয়ে যেতেও পেরেছি।

নেইমার জানিয়েছেন, ‘যা যা অর্জন করেছি, যে সব জায়গায় খেলেছি, এসব মিলিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে আমি সুখী। অবশ্যই এই ভাবনাটা আসে যে আরও অনেক জায়গায় অনেক কিছুই করতে পারতাম। কিন্তু এটাও ফুটবলের অংশ। আপনি কখনোই সব ট্রফি জিততে পারবেন না। তাই এখন পর্যন্ত যা যা করতে পেরেছি, সেসব নিয়েই আমি খুব সুখী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com