শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০২:১২ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে রোগীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 20 January, 2025
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে রোগীদের ভিড়

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে রোগীদের ভিড়

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা।
 মাঘের শীতে বিপর্যস্ত জেলার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শরীর কাঁপানো শীত। 

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে শ্রমজীবিরা কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেকই কাজ পাচ্ছেন, আবার অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরছেন। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। তবে আকাশ পরিস্কার থাকায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যে দেখা মিলেছে। এ কারনে দিনের বেলায় মানুষের মাঝে স্বস্তি রয়েছে। তারপর বিকাল হতে হাঁড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। 

শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সদর হাসপাতালে শিশু, ডায়রিয়া ওয়ার্ড মিলিয়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, বর্তমানে রোটা ভাইরাসের প্রার্দ্ভুাব বেড়েছে। এই কারনে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। 

হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২৬৪ জন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি। তবে মেডিসিন ও সার্জারী ওয়ার্ডে রোগী স্বাভাবিক রয়েছে। 

জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, মৃদু শৈত্য প্রবাহ আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com