শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০২:০১ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার সামর্থ্য আছে : সৌম্য
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 21 January, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার সামর্থ্য আছে : সৌম্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার সামর্থ্য আছে : সৌম্য

 আগামী মাসে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন দলের ওপেনার সৌম্য সরকার।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের দারুণ পারফরমেন্স আত্মবিশ্বাসী করে তুলেছে সৌম্যকে। ঐ সফরে ক্যারিবীয়দের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা ফিরিয়ে দেয় টাইগাররা।

আজ সৌম্য বলেন, ‘সবাই যদি বিশ্বাস করে, আমরা পারি, তাহলে আমরা পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ বিশ্বাস করে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবো। আগে থেকে নেতিবাচক কথা বলার দরকার নেই। আমি শুরু থেকেই বলেছি তিন বিভাগে ভালো করতে পারলে যে কোন দলের বিপক্ষেই জিততে পারি।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। টুর্নামেন্টের প্রথম থেকেই খেলার কথা ছিল তার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে যান সৌম্য।

তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন সৌম্য। সম্প্রতি রংপুরের অনুশীলন সেশনে নেটে ব্যাটিং শুরু করেছেন সৌম্য। আট ম্যাচের সবগুলোতে জিতে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।

বারের বিপিএলের ম্যাচগুলো ব্যাটিং সহায়ক উইকেটে হওয়ায় সহজেই ২শ রান করতে পারছে দলগুলো। এমনকি ২শ রান তাড়াও করছে দলগুলো।

এমন উইকেটে ব্যাট করতে স্বাভাবিকভাবে ব্যাটাররা উদগ্রীবই থাকবে। এক্ষেত্রে ব্যতিক্রম নন সৌম্য নিজেও। তবে এখনও খেলতে না পারায় যতটা আফসোস করার কথা ততটা আফসোস নেই তার।

সৌম্য বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঠে ফিরে আসাটাই সবচেয়ে সেরা হবে। ইনজুরির কারণে কঠিন সময় পার করেছি। সবচেয়ে কঠিন ছিলো ঘরে বসে খেলা দেখা। আমি ম্যাচ খেলতে পারতাম না এটাই ছিল সবচেয়ে বড় কঠিন ব্যাপার। আমি বিপিএলের শুরু থেকেই খেলতে চেয়েছিলাম। সেটি হয়নি বলে খারাপ লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৩ বলে ৭৩ রান করেন সৌম্য। টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচে ৫৪ রান করেন তিনি। সব মিলিয়ে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

এরমধ্যে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান সৌম্য। পাশাপাশি ভাইরাসেও আক্রান্ত হন তিনি। আগে কি হয়েছে সেসব না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে চান সৌম্য। খেলার সুযোগ পেলে ভাল শুরুর প্রত্যাশা তার কন্ঠে, ‘অবশ্যই আমি বাস্তবতা ভুলতে পারি না।’

দুই মাসেরও বেশি সময় ধরে খেলা থেকে দূরে আছেন সৌম্য। অনুশীলনে যে ফিরেছেন সেটিও বেশি দিন হয়নি। মাঠে ফেরার জন্য মানসিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সৌম্য।

তিনি বলেন, ‘মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিপক্ষ আমাকে সহজে কিছু দিবে না, সেটা ফিল্ডিং বা ব্যাটিং। তাই আমি যত বেশি কঠোর অনুশীলন করতে পারবো মানসিকভাবে শক্ত হতে পারবো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার সামর্থ্য আছে : সৌম্য

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস) : আগামী মাসে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন দলের ওপেনার সৌম্য সরকার।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের দারুণ পারফরমেন্স আত্মবিশ্বাসী করে তুলেছে সৌম্যকে। ঐ সফরে ক্যারিবীয়দের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা ফিরিয়ে দেয় টাইগাররা।

আজ সৌম্য বলেন, ‘সবাই যদি বিশ্বাস করে, আমরা পারি, তাহলে আমরা পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ বিশ্বাস করে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবো। আগে থেকে নেতিবাচক কথা বলার দরকার নেই। আমি শুরু থেকেই বলেছি তিন বিভাগে ভালো করতে পারলে যে কোন দলের বিপক্ষেই জিততে পারি।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। টুর্নামেন্টের প্রথম থেকেই খেলার কথা ছিল তার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে যান সৌম্য।

তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন সৌম্য। সম্প্রতি রংপুরের অনুশীলন সেশনে নেটে ব্যাটিং শুরু করেছেন সৌম্য। আট ম্যাচের সবগুলোতে জিতে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।

বারের বিপিএলের ম্যাচগুলো ব্যাটিং সহায়ক উইকেটে হওয়ায় সহজেই ২শ রান করতে পারছে দলগুলো। এমনকি ২শ রান তাড়াও করছে দলগুলো।

এমন উইকেটে ব্যাট করতে স্বাভাবিকভাবে ব্যাটাররা উদগ্রীবই থাকবে। এক্ষেত্রে ব্যতিক্রম নন সৌম্য নিজেও। তবে এখনও খেলতে না পারায় যতটা আফসোস করার কথা ততটা আফসোস নেই তার।

সৌম্য বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঠে ফিরে আসাটাই সবচেয়ে সেরা হবে। ইনজুরির কারণে কঠিন সময় পার করেছি। সবচেয়ে কঠিন ছিলো ঘরে বসে খেলা দেখা। আমি ম্যাচ খেলতে পারতাম না এটাই ছিল সবচেয়ে বড় কঠিন ব্যাপার। আমি বিপিএলের শুরু থেকেই খেলতে চেয়েছিলাম। সেটি হয়নি বলে খারাপ লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৩ বলে ৭৩ রান করেন সৌম্য। টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচে ৫৪ রান করেন তিনি। সব মিলিয়ে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

এরমধ্যে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান সৌম্য। পাশাপাশি ভাইরাসেও আক্রান্ত হন তিনি। আগে কি হয়েছে সেসব না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে চান সৌম্য। খেলার সুযোগ পেলে ভাল শুরুর প্রত্যাশা তার কন্ঠে, ‘অবশ্যই আমি বাস্তবতা ভুলতে পারি না।’

দুই মাসেরও বেশি সময় ধরে খেলা থেকে দূরে আছেন সৌম্য। অনুশীলনে যে ফিরেছেন সেটিও বেশি দিন হয়নি। মাঠে ফেরার জন্য মানসিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সৌম্য।

তিনি বলেন, ‘মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিপক্ষ আমাকে সহজে কিছু দিবে না, সেটা ফিল্ডিং বা ব্যাটিং। তাই আমি যত বেশি কঠোর অনুশীলন করতে পারবো মানসিকভাবে শক্ত হতে পারবো।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com