শিরোনাম |
রোহিতকে পাকিস্তানে পাঠাবে না ভারত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() রোহিতকে পাকিস্তানে পাঠাবে না ভারত বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বলা হয়েছে, রোহিতকে তো তারা পাঠাবেই না উল্টো অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন ও ফটোসেশনের অনুষ্ঠান দুবাইয়ে করার আবেদন জানিয়েছে বিসিসিআই। ‘আইসিসি তো এরই মধ্যে বিসিসিআইয়ের অনুরোধ রেখে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে সরিয়ে নিয়েছে, আর এগুলো তো ছোটখাটো সমস্যা।’ তার মানে, প্রতাপশালী বিসিসিআই বেশ আত্মবিশ্বাসী যে, এই অনুরোধও শেষ পর্যন্ত রাখতে বাধ্য হবে আইসিসি। এদিকে জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম নিয়ে খেলার ব্যাপারে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, ‘আমরা আইসিসির গাইডলাইনে যা বলে হয়েছে, তা অনুসরণ করব ’। এমনটাই দাবি হিন্দুস্তান টাইমসের। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। |