শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০২:৫২ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
চাকরি হারালেন ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর মূলচক্রী ডোনাল্ড লু
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
চাকরি হারালেন ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর মূলচক্রী ডোনাল্ড লু

চাকরি হারালেন ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর মূলচক্রী ডোনাল্ড লু

কথায় বলে, ‘পাপ ছাড়ে না বাপকে’। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খানকে উচ্ছেদের পিছনে মূল ষড়যন্ত্রকারী তথা কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লু’র চাকরি গেল। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের তরফে তাকে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই গত ১৭ জানুয়ারি চাকরিতে ইস্তফা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অপকর্মের অন্যতম স্যাঙাত ডোনাল্ড লু।

আমেরিকার জো-হুজুরগিরি করতে রাজি না হওয়া দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা থেকে হঠাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কুখ্যাত সিআইএ চর ডোনাল্ড লু’কে দায়িত্ব দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর দায়িত্ব পাওয়ার পরেই প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে হঠাতে বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন। পাকিস্তানের রাজনীতিতে ঘোষিত শত্রু বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফের দলকে একই ছাতার তলায় নিয়ে এসেছিলেন।২০২২ সালের মার্চেই ইমরান খান ২০২২ সালের মার্চে লুর দিকে আঙুল তুলে বলেন, লু তার সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যদিও নিজের গদি বাঁচাতে পারেননি সাবেক কিংবদন্তি ক্রিকেটার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন। ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জো বাইডেন। তিনি ক্ষমতায় বসার প্রায় আট মাসের মাথায় ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মেয়াদ শেষ হয় ২০ জানুয়ারি। একই দিন নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়।

৩০ বছরের বেশি সময় মার্কিন সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে ডোনাল্ড লুর। এই সময়কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজ প্রজাতন্ত্রে এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com