শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২:৩৩ এএম
শিরোনাম আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী       ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ      
পলাতক ফ্যাসিস্টরা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে : এ্যানী
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
পলাতক ফ্যাসিস্টরা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে : এ্যানী
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছে। 

জেলা শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে আজ এ কথা বলেন তিনি।

এ্যানী বলেন, বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী খুবই যৌক্তিক। দেশের মানুষও তাই চায়। সাধারণ মানুষ যার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছে। পলাতক ফ্যাসিবাদের জন্য সুযোগ হয়ে যেতে পারে এমন কার্যক্রম বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শক্তির লক্ষ্য হউক একটা সুন্দর বাংলাদেশ গড়া। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। যিনি সরকারে আছেন। যারা সরকারের বাইরে আছেন। সবার মধ্যে নির্বাচনকে নিয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে। যেটা এই দেশের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড বা প্রত্যাশা। এইখানে বির্তক করার কোনো সুযোগ নেই।’

শহীদ উদ্দিন বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন বাংলাদেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহাবুব আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন প্রমুখ। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও বিজয়ীয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষ থেকে কলম উপহার দেয়া হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com