শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৪:০৩:৪৬ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
সত্যিই কি রূপরেখা অরিজিতের প্রাক্তন
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 7 February, 2025
সত্যিই কি রূপরেখা অরিজিতের প্রাক্তন

সত্যিই কি রূপরেখা অরিজিতের প্রাক্তন

সময়টা ২০০৫ সাল, সনি টেলিভিশনের রিয়ালিটি শো ফেম গুরুকুল জিতে রীতিমতো আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন গায়িকা রূপরেখা বন্দ্যোপাধ্যায়। মূলত কাশ্মীরের কাজী তৌকীরের সঙ্গে যুগ্মভাবে বিজয়ী হন তিনি। উইকিপিডিয়া এবং গুগুল অনুযায়ী অরিজিৎ সিংয়ের 'প্রথম স্ত্রী' রূপরেখা। কিন্তু এ তথ্য সম্পূর্ণ ভুয়া। বিস্মৃতির কুয়াশা সরিয়ে ফের লাইমলাইটে সংগীতশিল্পী। যেখানে রিয়ালিটি শোয়ের অংশ ছিলেন অরিজিৎ সিং-ও। তবে ফাইনালে জায়গা হয়নি জিয়াগঞ্জের ছেলের। রকেট গতিতে উত্থানের পর আচমকাই হারিয়ে যান রূপরেখা।

অন্যদিকে ২০১৩ সাল নাগাদ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে উত্থান অরিজিৎ সিংয়ের। পরে চাউর হয় রূপরেখাই নাকি অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী। উইকিপিডিয়া ও গুগলে আজও রয়েছে সেই তথ্য, যা এক্কেবারেই ভুয়া। অরিজিতের সাবেক স্ত্রী হওয়ার ভুয়া জল্পনা নিজের মুখে উড়িয়েছেন রূপরেখা, তাতেও লাভ হয়নি। 

অনেকদিন ধরেই লোকচক্ষুর আড়ালেই ছিলেন রূপরেখা। অবশেষে তার কামব্যাকের খবর দিলেন সুরকার- গীতিকার সমিধ মুখোপাধ্যায়। ফেসবুকে রূপরেখার সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে? ২০০৫ সালে ফেম গুরুকুলের বিজয়!! জাভেদ আখতার জির প্রিয় প্রতিযোগী। তার পর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিংয়ের প্রথম বউ।

এ বিষয়ে সমিধ বলেন, 'ভালো মেয়ে, সিম্পল মেয়ে তো সেই গুঞ্জনকে তাই অন্যভাবে ব্যবহার করেনি। ওর নিজের একটা সুন্দর পরিবার আছে। মেয়ে আছে, খুব ভালো একজন স্বামী আছে। খুব মন দিয়ে গানটা করে। শুধু সেটাই পারে আর অন্য কিছু পারে না বলে হারিয়ে গেছে। আমার কাছে আর্জি নিয়ে এসেছে— দাদা তোমার মতো একটা মিষ্টি রোম্যান্স গান আমাকে কম্পোজ করে দাও। ভীষণ মন দিয়ে, প্রায় রোজ এসে গান তুলেছে। খুব সুন্দর গেয়েছেৃ।'

সমিধ আরও বলেন, 'সত্যি বলছি আন্তরিকভাবে গেয়েছে। আজকাল এ রকম ট্যালেন্ট তো চোখে পড়ে না খুব একটা। ওর গান আসছে। আমার কম্পোজ করা। খুব শিগগির। ওর পাশে থাকবেন ওকে আর্শীবাদ করবেন সবাই। একজন প্রকৃত শিল্পীর পাশে থাকবেন বলে জানান সমিধ।'

প্রসঙ্গত, ২০১০ সালে কলকাতার ছেলে নলীনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেন রূপরেখা। জীবনে একবারই বিয়ে করেছেন গায়িকা। গত ৩১ জানুয়ার ছিল তার বিয়ের ১৫ বছর পূর্তি। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন বলেও জানান রূপরেখা। 

অরিজিত সিংয়ের সঙ্গে তিনি রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশগ্রহণ করেছিলেন, এতটুকুই তাদের সম্পর্ক। রূপরেখা একবার বলেছিলেন— আমি অরিজিতকে ভীষণভাবে শ্রদ্ধা করি। তবে আমাকে জড়িয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে তা মিথ্যে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com