শিরোনাম |
সত্যিই কি রূপরেখা অরিজিতের প্রাক্তন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সত্যিই কি রূপরেখা অরিজিতের প্রাক্তন অন্যদিকে ২০১৩ সাল নাগাদ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে উত্থান অরিজিৎ সিংয়ের। পরে চাউর হয় রূপরেখাই নাকি অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী। উইকিপিডিয়া ও গুগলে আজও রয়েছে সেই তথ্য, যা এক্কেবারেই ভুয়া। অরিজিতের সাবেক স্ত্রী হওয়ার ভুয়া জল্পনা নিজের মুখে উড়িয়েছেন রূপরেখা, তাতেও লাভ হয়নি। অনেকদিন ধরেই লোকচক্ষুর আড়ালেই ছিলেন রূপরেখা। অবশেষে তার কামব্যাকের খবর দিলেন সুরকার- গীতিকার সমিধ মুখোপাধ্যায়। ফেসবুকে রূপরেখার সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে? ২০০৫ সালে ফেম গুরুকুলের বিজয়!! জাভেদ আখতার জির প্রিয় প্রতিযোগী। তার পর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিংয়ের প্রথম বউ। এ বিষয়ে সমিধ বলেন, 'ভালো মেয়ে, সিম্পল মেয়ে তো সেই গুঞ্জনকে তাই অন্যভাবে ব্যবহার করেনি। ওর নিজের একটা সুন্দর পরিবার আছে। মেয়ে আছে, খুব ভালো একজন স্বামী আছে। খুব মন দিয়ে গানটা করে। শুধু সেটাই পারে আর অন্য কিছু পারে না বলে হারিয়ে গেছে। আমার কাছে আর্জি নিয়ে এসেছে— দাদা তোমার মতো একটা মিষ্টি রোম্যান্স গান আমাকে কম্পোজ করে দাও। ভীষণ মন দিয়ে, প্রায় রোজ এসে গান তুলেছে। খুব সুন্দর গেয়েছেৃ।' সমিধ আরও বলেন, 'সত্যি বলছি আন্তরিকভাবে গেয়েছে। আজকাল এ রকম ট্যালেন্ট তো চোখে পড়ে না খুব একটা। ওর গান আসছে। আমার কম্পোজ করা। খুব শিগগির। ওর পাশে থাকবেন ওকে আর্শীবাদ করবেন সবাই। একজন প্রকৃত শিল্পীর পাশে থাকবেন বলে জানান সমিধ।' প্রসঙ্গত, ২০১০ সালে কলকাতার ছেলে নলীনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেন রূপরেখা। জীবনে একবারই বিয়ে করেছেন গায়িকা। গত ৩১ জানুয়ার ছিল তার বিয়ের ১৫ বছর পূর্তি। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন বলেও জানান রূপরেখা। অরিজিত সিংয়ের সঙ্গে তিনি রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশগ্রহণ করেছিলেন, এতটুকুই তাদের সম্পর্ক। রূপরেখা একবার বলেছিলেন— আমি অরিজিতকে ভীষণভাবে শ্রদ্ধা করি। তবে আমাকে জড়িয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে তা মিথ্যে। |