বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৯:০৩:৩৮ পিএম
শিরোনাম ধুমকেতু সমাজ সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু       স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার      
রোহিতের ফেরার দিনে তিনশো করেও পারলনা ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 10 February, 2025
রোহিতের ফেরার দিনে তিনশো করেও পারলনা ইংল্যান্ড
প্রথম ওয়ানডেতে আড়াইশোর আগেই গুটিয়ে যাওয়া ইংল্যান্ড এবার ব্যাটিংটা মোটামুটি ভালোই করেছে।পঞ্চাশ ওভারের আগেই ফের অলআউট হলেও এবার তিনশো ছাড়ায় ইংলিশরা।তাতেও অবশ্য লাভ হয়নি।ছন্দ খুঁজে পাওয়া রোহিত শর্মার অনবদ্য এক শতকে ভারত জিতেছে অনায়াসেই।

ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রান করে। জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। নিশ্চিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয়ও।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। তারা দুজন ১৬.৩ ওভারেই দলীয় সংগ্রহ যোগ করেন ১৩৬ রান। এই রানে গিল ফিরেন ৯টি চার ও ১ ছক্কায় ৬০ রান করে। ১৫০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ফিরেন ব্যক্তিগত ৫ রানে। সেখান থেকে রোহিত ও শ্রেয়াস আয়ার ৭০ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ইনিংসের মধ্যে প্রথমবার পঞ্চাশ ছুঁয়ে ৭ ছক্কা ও ১২ চারে ৯০ বলে ১১৯ রান করেন থামেন রোহিত।রোহিত ৩২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৭৬ বলে। দারুণ সব শটের পসরা মেলে গড়া তার চমৎকার ইনিংস থামান লিয়াম লিভিংস্টোন।

অসাধারণ এই ইনিংস খেলার পথে রোহিত ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারকে (১৫৩৩৫) পেছনে ফেলেছেন। ১৫৩৫০ রান নিয়ে তিনি কেবল বীরেন্দর শেবাগের (১৬১১৯) পেছনে। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় দুইয়ে উঠেছেন রোহিত। ৩৩২ ছক্কা মেরে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৩৩১)। তার উপরে কেবল শহীদ আফ্রিদি (৩৫১)।

৪৭ বলে ৪৪ রান করে রান আউটে কাটা পড়েন শ্রেয়াস। লোকেশ রাহুল ব্যর্থ হন আরেকবার। টিকতে পারেননি হার্দিক পান্ডিয়াও। জাদেজাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আকসার। ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে এদিনও টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করে তারা।

যদিও শুরুর জুটি ভাঙতে পারত ৪৩ রানে। ফিল সল্টের সহজ ক্যাচ ফেলেন আকসার। ৬ রানে জীবন পেয়ে বেশিদূর যেতে পারেননি তিনি (২৯ বলে ২৬)। তাকে ফিরিয়ে ৮১ রানের জুটি ভাঙেন অভিষিক্ত ভারুন চক্রবর্তি।

ডাকেট দলীয় স্কোর একশ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গ্যানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক।

এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে তিনশ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা।রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com