শিরোনাম |
ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে ডিলারদের প্রতারণার অভিযোগ: ক্ষতিপূরণের দাবি
ফারহান উদ্দিন :
|
![]() ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে ডিলারদের প্রতারণার অভিযোগ: ক্ষতিপূরণের দাবি ডিলারদের অভিযোগ অনুযায়ী, ওয়ালটন ও মার্সেল কোম্পানি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করলেও পণ্য সরবরাহে নানা অনিয়ম করেছে। ডিলারদের পণ্য বিক্রির ক্ষেত্রে ৩৫-৪০ শতাংশ কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে তারা পেয়েছেন মাত্র ২০-২৪ শতাংশ। তাছাড়া, ডিজিটাল ক্যাম্পেইন, বিদেশ ভ্রমণ, গাড়ি, এবং রেজিস্ট্রেশন অফারের মতো বিভিন্ন প্রণোদনার কথা বলা হলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। বরং কোম্পানি তাদের নিজস্ব শোরুম তৈরি করে ডিলারদের বাজারে ব্যবসা করার সুযোগ সংকুচিত করেছে। অভিযোগ রয়েছে যে, কোম্পানি ডিলারদের লেজারে ডেবিট এডজাস্টমেন্টের নামে অতিরিক্ত টাকা সংযোজন করেছে, যা ডিলারদের আর্থিক চাপে ফেলে দিয়েছে। জোরপূর্বক ব্ল্যাংক চেক এবং স্ট্যাম্প আদায় করে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এসব চেক কোম্পানি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া, কিছু ডিলারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের ব্যবসার পরিবেশ ধ্বংস করা হয়েছে। ডিলারদের মধ্যে থেকে অভিযোগ উঠেছে, ২০১৯ সালে ওয়ালটন কোম্পানি ২০ লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে, লক্ষ্য পূরণের জন্য ডিলারদের না জানিয়ে তাদের কোটার পণ্য তুলে নিয়ে অন্যত্র বিক্রি করা হয়। ফলে, ডিলাররা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। এছাড়া, বিভিন্ন অফারের আওতায় যে বোনাস এবং অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, তা থেকে ডিলাররা প্রায় পুরোপুরি বঞ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ডিলাররা কোম্পানির বিরুদ্ধে ১১ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল: প্রতিশ্রুত কমিশন এবং বকেয়া টাকার পরিশোধ। ডেবিট এডজাস্টমেন্টের নামে বাড়তি টাকা ফেরত। ডিলারদের বাজার দখল বন্ধ এবং তাদের কাছে থেকে নেওয়া ব্ল্যাংক চেক ফেরত। ক্ষতিগ্রস্ত পণ্য প্রতিস্থাপন এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের সুযোগ। ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ৭ দিনের মধ্যে এসব দাবি পূরণ না হয়, তাহলে তারা সারা দেশে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের একত্রিত করে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এই কর্মসূচি ইলেকট্রনিক্স বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |