শিরোনাম |
অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন জিয়াউল ফারুক অপূর্ব তার পোস্টে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ এ অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। |