রোববার ২৩ মার্চ ২০২৫ ২১:০৩:২৯ পিএম
শিরোনাম সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না: শহীদ উদ্দীন এ্যানি       রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন       নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান       একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন        ৭১ ও ২৪ এক কাতারে আনতে রাজি নয় বিএনপি       স্ত্রীসহ সাবেক এমপি শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা       সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি ৩২ লাখ টাকা ফ্রিজ      
বিশ্বজুড়ে হাসির পাত্র আওয়ামী লীগ, হরতাল ডেকেও মাঠে নেই স্বৈরাচাররা!
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 19 February, 2025
বিশ্বজুড়ে হাসির পাত্র আওয়ামী লীগ, হরতাল ডেকেও মাঠে নেই স্বৈরাচাররা!

বিশ্বজুড়ে হাসির পাত্র আওয়ামী লীগ, হরতাল ডেকেও মাঠে নেই স্বৈরাচাররা!

আরও একবার হরতাল ডাকলো আওয়ামী লীগ, কিন্তু দেশের কোথাও কোন প্রভাব পড়লো না সেই হরতালের। মশাল হাতে নিয়ে প্রত্যন্ত গ্রাম-গঞ্জের কিছু ছবি ফেসবুকে পোষ্ট করেই যেনো ওদের হরতাল পালন হয়ে গেছে। বারবার এভাবে হরতাল ডেকে মাঠে না থাকায় বিশ্বব্যাপী হাসির পাত্র এখন ফ্যাসিস্ট হাসিনার দল।

স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগ হরতাল ডাকবে, আর হরতালের দিন মাঠে তাদের ছিটে-ফোটাও দেখা যাবে না, এটা এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা আর তার দলের প্রভাবশালী নেতারা। এরপরও থেমে নেই হাসিনার চালবাজি। একের পর এক ষড়যন্ত্র করে সুযোগ পেলেই দেশকে বিশৃঙ্খল করার অপচেষ্টায় লিপ্ত তিনি। এরই অংশ হিসেবে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ঘোষণা আসে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির। কিন্তু, হরতালের দিন আর খুঁজে পাওয়া যায় না ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালানো ফেসিস্ট হাসিনার দলের নেতা-কর্মীদের। সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে অর্র্ন্তবতী সরকারের পদত্যাগ দাবিতে ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালের ঘোষণা দেয়া হয়। এ পর্যন্ত সবই ঠিক ছিলো, কিন্তু বিধিবাম অন্য জায়গায়, হরতালের দিন দেশের কোথাও কোন জায়গায় স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের দেখা যায় নি। শুধুমাত্র হাতে মশাল জ¦ালিয়ে গ্রামে গঞ্জে ওঠানো কিছু ছবি পেইজে পোষ্ট করেই যেনো তাদের হরতাল পালন করা হয়েছে।

এটা নিয়ে বিশ্বব্যাপী হাসির পাত্র এখন আওয়ামী লীগ। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলের বন্যা বয়ে যাচ্ছে স্বৈরাচার হাসিনার দলকে নিয়ে। স্বৈরাচারের দোসর চামচারা ভয় পেয়েছে, বারবার এভাবে হরতাল ডেকে নিজেদের উপহাসের পাত্র বানিয়েছে আওয়ামী লীগ এমনটিও বলছেন নেটিজেনরা। শবনম খান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘বারবার হাসিনা আফা হরতাল ডাকে, কিন্তু মাঠে আর খুঁজে পাওয়া যায় না তার দলীয় নেতা-কর্মীদের। ভিতুর দল মাঠে না নামতে পারলে হরতাল ডেকে কোন ষড়যন্ত্র বাস্তাবায়ন করতে চান আপনারা’ শিলা রহমান নামের একজন আওয়ামী লীগকে ভিতুর দল অভিহিত করে লিখেছেন, ‘আওয়ামী লীগের দৌড় এখন ফেসবুক পর্যন্তই। মাঠে নামার সাহস বা ক্ষমতা তাদের নেই আর কোনদিন হবেও না। আর এমন দুঃসাহস করার চেষ্টাও করতে যাবেন না, ছাত্র-জনতা এখনো মাঠে আছে।’ তামিম নামের একজন লিখেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা তার ষড়যন্ত্রে পুরোপুরি ব্যর্থ। বারবার হরতালের ডাক দিয়ে মাঠে না থাকাটা এটিই প্রমাণ করে।’

এবারই প্রথম নয় এর আগেও এমন কর্মকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ। বারবার এভাবে হরতালের ডাক দেয়া ভারত আর স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন নেটিজেনরা। তবে হাসিনা এসব ষড়যন্ত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আর কখনো কোন ষড়যন্ত্রে সফলতাও পাবে না এই গণহত্যাকারী এমনটিই মনে করেন নেটিজেনরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com