শিরোনাম |
মেসির এমআরআই রিপোর্টে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক :
|
![]() লিওনেল মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষণার পর থেকেই ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন- আবারও কী চোটে পড়লেন রেকর্ড আটবারের বর্ষসেরা? উত্তর মিলল তার ক্লাব ইন্টার মায়ামির এমআরআই রিপোর্টে। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় সোমবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ইন্টার মায়ামির হয়ে মেসি খেলেছেন পুরোটা সময়; করেছেন দুর্দান্ত এক গোলও। কুঁচকিতে অস্বস্তি অনুভব করায় পরে যেতে হয় এমআরআই টেবিলে। যেখানে ‘লো গ্রেড ইনজুরি’ ধরা পড়ে বলে বিবৃতিতে জানায় মায়ামি। চোট কাটিয়ে মেসি কবে নাগাদ ফিরবেন তা জানানো হয়নি। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ২ সপ্তাহ মতো সময় লাগে। মায়ামির আগের ম্যাচে জ্যামাইকার ক্লাব ক্যাভেলিয়ারের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে মেসি বদলি হিসেবে নামেন দ্বিতীয়ার্ধে। এর আগের তিন ম্যাচে খেলতে পারেনি। কারণ হিসেবে কোচ হাভিয়ের মাসচেরানোর পক্ষ থেকে তখন জানানো হয়, কোনো চোট নয়, দশ দিনে টানা তিন ম্যাচ খেলায় পেশীর অবসাদজনীত সমস্যায় ভুগছেন মেসি। তাকে বিশ্রাম দিতেই রাখা হয় দলের বাইরে। সেই সময়েই গত ২ মার্চ ৩৩ সদস্যের আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন মেসি। কিন্তু চূড়ান্ত দল থেকে অধিনায়ক গেছেন ছিটকে। আটলান্টা ম্যাচের আগে মেসির চোট নিয়ে করা প্রশ্নে মাসচেরানো বলেছিলেন, “মেসির উপর থেকে অতিরিক্ত ধকল কমাতে আমরা চেষ্টা করেছি, যাতে এটি বাড়তি না হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ব্যাপারটা সবচেয়ে ভালো উপায়ে হ্যান্ডেল করতে। ভাগ্যক্রমে আমরা সেটা পেরেছি এবং এটা চোট বা তেমন কিছুতে মোড় নেয়নি। আজ সে আরও ভালো এবং সিদ্ধান্ত হয়েছে সে শুরু থেকে খেলবে। এখানে লুকানোর কিছু নেই।” পরে মাসচেরানো এও জানান, মায়ামির ডাক্তারদের সঙ্গে আর্জেন্টিনার মেডিকেল স্টাফদের সবসময় যোগাযোগ হচ্ছে। আগামী ২২ মার্চ ভোরে স্বাগতিক উরুগুয়ে এবং ২৫ মার্চ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দি ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুই ম্যাচেই মেসিকে পাওয়া না গেলেও আগামী ৩০ মার্চ মায়ামির পরের ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। |