শিরোনাম |
স্ট্রোক করেছেন তরুণ শিল্পী এঞ্জেল নূর
নিজস্ব প্রতিবেদক :
|
![]() স্ট্রোক করেছেন তরুণ শিল্পী এঞ্জেল নূর স্ট্রোকের বিষয়ে এঞ্জেল নূর বলেন, ৪-৫ দিন আগে হঠাৎই মধ্যরাতে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হই। মুখের বা পাশ (বাম দিক) সেন্সলেস হয়ে যায়। বর্তমানে অল্প অল্প মুখ নাড়াতে পারছি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, আমি কাজে বিশ্বাসী। ক্যামেরা ফেস করতে কিছুটা ভয় পাই। কাজ দিয়েই ফোকাসে থাকতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাভার গান করে আলোচনায় আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এঞ্জেল নূর। পরে প্রকাশ করতে থাকেন তার নিজের লেখা গান। তার স্বরচিত বিভিন্ন গান সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় যুব-তারকা তিনি। সম্প্রতি নূরের গান টুইটারে শেয়ার করে ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিং লিখেছিলেন, ‘কী দারুণ গান’! |