সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৭:০৪:১৯ পিএম
শিরোনাম পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত       আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের      
রণবীরের প্রথম আলিয়া ভাট নন, তাহলে?
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
রণবীরের প্রথম আলিয়া ভাট নন, তাহলে?

রণবীরের প্রথম আলিয়া ভাট নন, তাহলে?

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
বলিউডের পাওয়ার কাপল বলা হয় রণবীর কাপুর-আলিয়া ভাটকে। ফুটফুটে এক কন্যাও রয়েছে জনপ্রিয় এ তারকা দম্পতির। মাঝেমধ্যেই তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটের আগেও বিয়ে হয়েছে তার। তার প্রথম স্ত্রীর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক। আর এ ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর-আলিয়াকে নিয়ে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় রণবীর কাপুরকে তার জীবনের সবচেয়ে অদ্ভুত ভক্তের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, আমি এটাকে পাগলামি বলতে চাই না, কারণ এটা নেতিবাচক শোনাতে পারে।

তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরুর দিকের কথা। একদিন আমার বাসার দারোয়ান জানায় যে একটি মেয়ে পুরোহিত নিয়ে আমার বাড়িতে এসেছিল। মেয়েটি আসলে আমাকে বিয়ে করার জন্য পুরোহিতের সঙ্গে আসে। আর আমি তখন শহরের বাইরে ছিলাম। কিন্তু সে আমার সঙ্গে দেখা না পেয়ে, বাড়ির গেটকেই বিয়ে করে। গেটে টিকা ও ফুল রেখে গিয়েছিল। আমি মনে করি, এটা ভালোবাসা ছাড়া কিছু নয়। আজও আমি আমার সেই ‘প্রথম স্ত্রীর’ সঙ্গে দেখা করিনি, তবে কখনও সুযোগ পেলে দেখা করতে চাই। 

রণবীর কাপুর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তানও রয়েছে। আলিয়া ও রণবীর কয়েক বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্তে আসেন। অন্যদিকে, রণবীর কাপুর তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালীর ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে। বর্তমানে তিনি বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় কাজ করছেন। 

 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com