সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৬:০৪:২৯ পিএম
শিরোনাম পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত       আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের      
টাকার চাদরে শুয়ে রুনা, কি বার্তা দিচ্ছে 'জিম্মি?
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
টাকার চাদরে শুয়ে রুনা, কি বার্তা দিচ্ছে 'জিম্মি?
মনে হচ্ছে যেন টাকার বৃষ্টির মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। দিনরাত ছুটছেনও টাকার জন্য, সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানা রকম ঘটনা। ক্রমান্বয়ে সাধারণ সরকারি চাকরিজীবী রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। প্রশ্ন হলো এত টাকা পেল কোথায় রুনা লায়লা? এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে সম্প্রতি প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারে।

গতকাল সন্ধ্যা ৭টায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুক্তি দেওয়া হয়েছে নির্মাতা আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।

সিরিজ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তাঁরা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

রুনা লায়লা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে জয়া আহসানের অনুভূতি জানতে চাইলে জয়া বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুনের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তা–ও আবার সিরিজ; তো নিপুন যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন। বাকিটা দর্শকের ওপর, মুক্তির পর তাঁরা বলবেন রুনাকে কেমন লেগেছে।’

আসন্ন সিরিজ ‘জিম্মি’তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। পরিচালক নিপুনকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটা চরিত্র এমন দুর্দান্ত করে বোনেন যে দর্শকের মনে দাগ কাটতে বাধ্য।’

এছাড়াও সিরিজটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। ‘জিম্মি’তে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয় বলেন, ‘পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন।
এটাকে বলা যায় আমার ক্যারিয়ারে করা অন্যতম সেরা চরিত্র। সেই সঙ্গে জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাকে সহজ করেছেন।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com