শিরোনাম |
এপ্রিলে ঢাকায় গাইবেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আইমা বেগ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() এপ্রিলে ঢাকায় গাইবেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আইমা বেগ জানা যায়, কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ। এছাড়াও জানা যায়, কনসার্টটি নিয়ে ইতোমধ্যেই সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে ছাড়া হবে টিকিট। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ। যাদের কনসার্ট অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। |