সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০২:০৪:৩৪ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
আলোচিত খুলনার এসআই শাহ আলমের ৭ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
আলোচিত খুলনার এসআই শাহ আলমের ৭ বছরের কারাদণ্ড

আলোচিত খুলনার এসআই শাহ আলমের ৭ বছরের কারাদণ্ড

খুলনায় আলোচিত এসআই শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালত ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত উপপরিদর্শক শাহ আলমের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে, যা তার দুর্নীতির অপরাধের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৩ মার্চ) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এসআই শাহ আলমের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। ২০০৯ সালে খুলনার খালিশপুর এলাকায় মিল্কি আইসক্রিম ফ্যাক্টরির মালিক মাসুদ হাসানের বাসার গৃহকর্মী সীমাকে হত্যার ঘটনা সাজানোর মাধ্যমে শাহ আলমের দুর্নীতির বিষয়টি সামনে আসে। তিনি ঘটনার তদন্তের দায়িত্বে থাকা অবস্থায় ঘুষের দাবিতে সীমার হত্যার নাটক তৈরি করেন, যা পরে ধরা পড়ে।

ঘটনাটি ২০০৯ সালে শুরু হয়, যখন সীমা নিখোঁজ হয়ে যায় এবং তার মা সুফিয়া বেগম খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। শাহ আলম তদন্তের সময় ঘুষের জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু ঘুষ না পাওয়ায় হত্যার নাটক সাজান। তিনি একটি অজ্ঞাত নারীর মরদেহকে সীমার মরদেহ বলে দাবি করেন এবং মামলায় জড়িত ব্যক্তিদের ওপর নির্যাতন চালান। পরে সীমা জীবিত উদ্ধার হয়।

২০১৫ সালে এই ঘটনায় দুদক মামলা দায়ের করে, যার তদন্ত শেষে ২০১৬ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শাহ আলমের বিরুদ্ধে ঘুষ চাওয়া, তদন্তের সময় ক্ষমতার অপব্যবহার এবং সীমাকে হত্যার নাটক সাজানোর অভিযোগ আনা হয়েছিল। আদালত তার বিরুদ্ধে দুটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে।

রায় ঘোষণার পর শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। এই রায় একটি বড় উদাহরণ হিসেবে কাজ করবে, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য সতর্কবার্তা হতে পারে।

এ মামলার রায় দেশের আইনি ব্যবস্থায় বিশ্বাস স্থাপন বাড়াতে সাহায্য করবে এবং দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের জন্য উৎসাহিত করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com